ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত
- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 285
পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে (Charlie Kirk) গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং টার্নিং পয়েন্ট ইউএসএ’র সহ-প্রতিষ্ঠাতা—যা তরুণ রক্ষণশীলদের অন্যতম বৃহৎ সংগঠন।
বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে লাগে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থলের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আতঙ্কিত দর্শকদের ছুটোছুটি করতে দেখা যায়।
এফবিআই জানিয়েছিল সন্দেহভাজন হেফাজতে রয়েছে, তবে পরে ইউটাহ কর্তৃপক্ষ বলেছে, তিনি এখনো পলাতক। গভর্নর স্পেন্সার কক্স ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।ডোনাল্ড ট্রাম্প শোকবার্তায় লিখেছেন, “মহান ও কিংবদন্তি চার্লি কার্ক (Charlie Kirk) আর নেই। যুবসমাজের হৃদয় জয় করার ক্ষমতা তার মতো আর কারও ছিল না।”
A while ago, probably in 2017, I appeared on Tucker Carlson’s Fox show to talk about God knows what. Afterwards a name I barely knew sent me a DM on twitter and told me I did a great job. It was Charlie Kirk, and that moment of kindness began a friendship that lasted until today.…
— JD Vance (@JDVance) September 11, 2025
















































