০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রসংঘে তুরস্কের নাম পরিবর্তন, হল ‘তুর্কিয়ে’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কের নাম পরিবর্তন করে রাখা হল ‘তুর্কিয়ে’। এখন থেকে দেশটিকে তুর্কিয়ে বলে চিনবে সবাই। নাম পরিবর্তনের জন্য রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ জানিয়েছিল আঙ্কারা। তাতে সম্মত হয় রাষ্ট্রসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গতবছর দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচার শুরু করেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলের অনুরোধ জানানো হবে। গতবছর ডিসেম্বরে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘তুর্কিয়ে হল তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের সেরা উপস্থাপনা ও অভিব্যক্তি প্রকাশের প্রতীক।’

রাষ্ট্রসংঘ জানায়, দেশটির অনুরোধের পর এ সপ্তাহে নাম পরিবর্তনে সম্মতি দেওয়া হয়েছে। অবশ্য এর আগে থেকেই তুরস্কের বেশিরভাগ মানুষ তাদের দেশের নাম ‘তুর্কিয়ে’বলেই জানে। গতবছর নাম বদলের সরকারি প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ‘টিআরটি’তুর্কিয়ে নামটি ব্যবহার শুরু করে। কোনও দেশের নাম পরিবর্তন করা অস্বাভাবিক ঘটনা নয়। ২০২০ সালে নেদারল্যান্ডস হল্যান্ডকে বাদ দিয়েছে। তার আগে, গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ম্যাসিডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর ম্যাসিডোনিয়া রাখে এবং সোয়াজিল্যান্ড ২০১৮ সালে এস্বাতিনি হয়ে যায়। ইতিহাসের আরও পিছনে গেলে জানা যায়, ইরানকে পারস্য বলা হত।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

 

আরও পড়ুন: জ্বালানি অবরোধে গাজায় তীব্র জলসংকট: রাষ্ট্রসংঘ

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রসংঘে তুরস্কের নাম পরিবর্তন, হল ‘তুর্কিয়ে’

আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কের নাম পরিবর্তন করে রাখা হল ‘তুর্কিয়ে’। এখন থেকে দেশটিকে তুর্কিয়ে বলে চিনবে সবাই। নাম পরিবর্তনের জন্য রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ জানিয়েছিল আঙ্কারা। তাতে সম্মত হয় রাষ্ট্রসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গতবছর দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচার শুরু করেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলের অনুরোধ জানানো হবে। গতবছর ডিসেম্বরে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘তুর্কিয়ে হল তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের সেরা উপস্থাপনা ও অভিব্যক্তি প্রকাশের প্রতীক।’

রাষ্ট্রসংঘ জানায়, দেশটির অনুরোধের পর এ সপ্তাহে নাম পরিবর্তনে সম্মতি দেওয়া হয়েছে। অবশ্য এর আগে থেকেই তুরস্কের বেশিরভাগ মানুষ তাদের দেশের নাম ‘তুর্কিয়ে’বলেই জানে। গতবছর নাম বদলের সরকারি প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ‘টিআরটি’তুর্কিয়ে নামটি ব্যবহার শুরু করে। কোনও দেশের নাম পরিবর্তন করা অস্বাভাবিক ঘটনা নয়। ২০২০ সালে নেদারল্যান্ডস হল্যান্ডকে বাদ দিয়েছে। তার আগে, গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ম্যাসিডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর ম্যাসিডোনিয়া রাখে এবং সোয়াজিল্যান্ড ২০১৮ সালে এস্বাতিনি হয়ে যায়। ইতিহাসের আরও পিছনে গেলে জানা যায়, ইরানকে পারস্য বলা হত।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

 

আরও পড়ুন: জ্বালানি অবরোধে গাজায় তীব্র জলসংকট: রাষ্ট্রসংঘ

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি