০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অক্টোবর ২০২১, শনিবার
  • / 32

পুবের কলম প্রতিবেদক­ কলকাতার গল্ফগ্রিন এলাকার এক নির্মীয়মাণ বাড়ির রিজার্ভারে নেমে কাজ করার সময় মারা গেলেন দুই শ্রমিক। শনিবার দুপুরে এমনই ঘটনা ঘটে। জানা গিয়েছে– রিজার্ভার পরিষ্কারের সময় গ্যাসের জেরে দুই শ্রমিকের মৃত্যু  হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর– এদিন দুপুরে গল্ফগ্রিনের কাছে একটি নির্মীয়মাণ বাড়িতে রিজার্ভারে কাজ চলছিল। প্রথমে একজন শ্রমিক রিজার্ভারে নামেন। তবে বেশ কিছু সময় পার হয়ে গেলেও তার কোনও সাড়াশধ মিলছিল না।

আরও পড়ুন: হাওড়ার কারখানায় ভয়াবহ আগুন, মৃত এক শ্রমিক

কেন তার সাড়া পাওয়া যাচ্ছে না? সেই খোঁজ নিতে আরও একজন শ্রমিক রিজার্ভারে নামেন। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অনেক ডাকাডাকির পরেও রিজার্ভারে নামা কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খবর পৌঁছায় পুলিশের কাছে।

আরও পড়ুন: রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পুকুর ও জলাধার রয়েছে পশ্চিমবঙ্গে, প্রথমবারের মতো জলাশয় শুমারির রিপোর্ট পেশ

খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। পুলিশই রিজার্ভার থেকে ওই দুজন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর– রিজার্ভারে থাকা গ্যাসের ফলেই শ্বাসকষ্ট হয় শ্রমিকদের। জানা গিয়েছে– নিহত দুই শ্রমিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। পুলিশ সবদিক তদন্ত করে খতিয়ে দেখছে।

আরও পড়ুন: ভিন রাজ্যের শ্রমিকদের অভাবে ধুঁকছে কাশ্মীরের অর্থনীতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের

আপডেট : ৯ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদক­ কলকাতার গল্ফগ্রিন এলাকার এক নির্মীয়মাণ বাড়ির রিজার্ভারে নেমে কাজ করার সময় মারা গেলেন দুই শ্রমিক। শনিবার দুপুরে এমনই ঘটনা ঘটে। জানা গিয়েছে– রিজার্ভার পরিষ্কারের সময় গ্যাসের জেরে দুই শ্রমিকের মৃত্যু  হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর– এদিন দুপুরে গল্ফগ্রিনের কাছে একটি নির্মীয়মাণ বাড়িতে রিজার্ভারে কাজ চলছিল। প্রথমে একজন শ্রমিক রিজার্ভারে নামেন। তবে বেশ কিছু সময় পার হয়ে গেলেও তার কোনও সাড়াশধ মিলছিল না।

আরও পড়ুন: হাওড়ার কারখানায় ভয়াবহ আগুন, মৃত এক শ্রমিক

কেন তার সাড়া পাওয়া যাচ্ছে না? সেই খোঁজ নিতে আরও একজন শ্রমিক রিজার্ভারে নামেন। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অনেক ডাকাডাকির পরেও রিজার্ভারে নামা কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খবর পৌঁছায় পুলিশের কাছে।

আরও পড়ুন: রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পুকুর ও জলাধার রয়েছে পশ্চিমবঙ্গে, প্রথমবারের মতো জলাশয় শুমারির রিপোর্ট পেশ

খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। পুলিশই রিজার্ভার থেকে ওই দুজন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর– রিজার্ভারে থাকা গ্যাসের ফলেই শ্বাসকষ্ট হয় শ্রমিকদের। জানা গিয়েছে– নিহত দুই শ্রমিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। পুলিশ সবদিক তদন্ত করে খতিয়ে দেখছে।

আরও পড়ুন: ভিন রাজ্যের শ্রমিকদের অভাবে ধুঁকছে কাশ্মীরের অর্থনীতি