১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিউবে এক ভিডিওতে একাধিক শিরোনাম ও থাম্বনেইলের সুযোগ

 

ভিডিও নির্মাতাদের জন্য আসছে ইউটিউবের নতুন সুবিধা। এবার থেকে একটিমাত্র ভিডিওতেই একাধিক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য ফিচারটি উন্মুক্ত করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

শখের বশে কিংবা পেশাদারভাবে অনেকে ইউটিউবে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। কিন্তু অনেক সময় ভালো মানের ভিডিওও আকর্ষণীয় শিরোনাম বা থাম্বনেইলের অভাবে দর্শক টানতে ব্যর্থ হয়। সেই সমস্যার সমাধানেই এ উদ্যোগ।

ইউটিউব স্টুডিওতে আগে থেকেই থাম্বনেইল তুলনা করার সুযোগ ছিল। নতুন সুবিধায় নির্মাতারা এক ভিডিওতে সর্বোচ্চ তিনটি ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করতে পারবেন। ইউটিউব এরপর নির্দিষ্ট সময়—সর্বাধিক দুই সপ্তাহ—এই শিরোনামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রদর্শন করবে। যে শিরোনামটি দর্শকদের কাছে সবচেয়ে বেশি সাড়া ফেলবে, সেটিই পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর স্থায়ী শিরোনাম হিসেবে দেখানো হবে।

তবে ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল যোগ করেও যদি ভিডিওর জনপ্রিয়তা না বাড়ে, সেক্ষেত্রে নির্মাতার প্রথম দেওয়া শিরোনামই থাকবে স্থায়ীভাবে। চাইলে নির্মাতা নিজে পছন্দমতো শিরোনামও নির্ধারণ করতে পারবেন।

প্রাথমিকভাবে শুধু ডেস্কটপ সংস্করণেই ফিচারটি ব্যবহার করা যাবে। ইউটিউবের মতে, এই নতুন সুবিধা চালু হলে দর্শকরা ভিডিওর বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং মানসম্পন্ন কনটেন্ট নির্মাতাদের ভিডিওর দর্শকসংখ্যা বাড়বে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউটিউবে এক ভিডিওতে একাধিক শিরোনাম ও থাম্বনেইলের সুযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার

 

ভিডিও নির্মাতাদের জন্য আসছে ইউটিউবের নতুন সুবিধা। এবার থেকে একটিমাত্র ভিডিওতেই একাধিক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য ফিচারটি উন্মুক্ত করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

শখের বশে কিংবা পেশাদারভাবে অনেকে ইউটিউবে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। কিন্তু অনেক সময় ভালো মানের ভিডিওও আকর্ষণীয় শিরোনাম বা থাম্বনেইলের অভাবে দর্শক টানতে ব্যর্থ হয়। সেই সমস্যার সমাধানেই এ উদ্যোগ।

ইউটিউব স্টুডিওতে আগে থেকেই থাম্বনেইল তুলনা করার সুযোগ ছিল। নতুন সুবিধায় নির্মাতারা এক ভিডিওতে সর্বোচ্চ তিনটি ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করতে পারবেন। ইউটিউব এরপর নির্দিষ্ট সময়—সর্বাধিক দুই সপ্তাহ—এই শিরোনামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রদর্শন করবে। যে শিরোনামটি দর্শকদের কাছে সবচেয়ে বেশি সাড়া ফেলবে, সেটিই পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর স্থায়ী শিরোনাম হিসেবে দেখানো হবে।

তবে ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল যোগ করেও যদি ভিডিওর জনপ্রিয়তা না বাড়ে, সেক্ষেত্রে নির্মাতার প্রথম দেওয়া শিরোনামই থাকবে স্থায়ীভাবে। চাইলে নির্মাতা নিজে পছন্দমতো শিরোনামও নির্ধারণ করতে পারবেন।

প্রাথমিকভাবে শুধু ডেস্কটপ সংস্করণেই ফিচারটি ব্যবহার করা যাবে। ইউটিউবের মতে, এই নতুন সুবিধা চালু হলে দর্শকরা ভিডিওর বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং মানসম্পন্ন কনটেন্ট নির্মাতাদের ভিডিওর দর্শকসংখ্যা বাড়বে।