২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অরুণাচলে ভারত- চিন সীমান্তে রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে নিখোঁজ ১৯ শ্রমিক,তুমুল চাঞ্চল্য

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্কঃ চিন সীমান্তে নিখোঁজ ১৯ জন ভারতীয় শ্রমিক। চিনের মূল ভূখন্ড থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। চিন সীমান্ত লাগোয়া দামিন। এখানেই চলছিল রাস্তা তৈরির কাজ। অরুণাচল প্রদেশের কুরুংকুম জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আশংকা করা হচ্ছে ১৯ জন শ্রমিকেরই মৃত্যু হয়েছে।

তবে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে গত সপ্তাহ থেকেই এই শ্রমিকরা নিখোঁজ ছিলেন। জানা যাচ্ছে গত ৫ জুলাই থেকেই এই শ্রমিকদের কোন সন্ধান নেই। ব্যাপারটা জানাজানি হতেই সোরগোল পড়ে যায়। স্থানীয় কুরুংকুম জেলার পুলিশ  তদন্ত শুরু করেছে। যে ঠিকাদারের অধীনে ওই শ্রমিকরা কাজ করছিলেন সেই ঠিকাদার অবশ্য চাপের মুখে পুরো  এই ১৯ জন শ্রমিকের নিখোঁজ হওয়ার কথা অস্বীকার করেছেন। ওই ঠিকাদারের দাবি ঈদুল আযহাতে বাড়ি যেতে দেওয়া হয়নি বলে রাগ করে পালিয়ে গিয়েছেন ওই শ্রমিকরা।

আরও পড়ুন: অরুণাচলে বনধের প্রভাবে ব্যাহত সাধারণ জন-জীবনে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ওই ঠিকাদারের মত কুরুংকুম   জেলার ডেপুটি পুলিশ সুপার নিঘি বেঙ্গিয়াও দাবি করেছেন ভেসে যাওয়ার কোন ঘটনাই ঘটেনি। পালিয়ে গিয়েছেন ওই শ্রমিকরা। দামিন সার্কেলে  বর্ডার রোডস অর্গানাইজেশনের রাস্টা তৈরির কাজ করছিলেন ওই শ্রমিকরা। ১৩ জুলাই দায়ের করা হয়েছে মিসিং ডায়েরি।

আরও পড়ুন: অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ,চিনের অস্বস্তি বাড়িয়ে মার্কিন সেনেটে প্রস্তাব পেশ  

 

আরও পড়ুন: অরুণাচলে ভারত- চিন সীমান্ত পরিদর্শন সেনা প্রধানের

দামিন থেকে ভারত- চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মাত্র ৮০ কিলোমিটার। ঘন জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকা। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তবে ইতিমধ্যেই লখিমপুরের সাব কন্ট্রাকট্রের নামে দায়ের করা হয়েছে এফআইআর। তাঁর অধীনেই কাজ করছিলেন ওই ১৯ জন শ্রমিক। অরুণাচল প্রদেশে কাজ করার জন্য কেন অসম থেকে শ্রমিক নিয়ে আসা হল তাও খতিয়ে দেখা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অরুণাচলে ভারত- চিন সীমান্তে রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে নিখোঁজ ১৯ শ্রমিক,তুমুল চাঞ্চল্য

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চিন সীমান্তে নিখোঁজ ১৯ জন ভারতীয় শ্রমিক। চিনের মূল ভূখন্ড থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। চিন সীমান্ত লাগোয়া দামিন। এখানেই চলছিল রাস্তা তৈরির কাজ। অরুণাচল প্রদেশের কুরুংকুম জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আশংকা করা হচ্ছে ১৯ জন শ্রমিকেরই মৃত্যু হয়েছে।

তবে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে গত সপ্তাহ থেকেই এই শ্রমিকরা নিখোঁজ ছিলেন। জানা যাচ্ছে গত ৫ জুলাই থেকেই এই শ্রমিকদের কোন সন্ধান নেই। ব্যাপারটা জানাজানি হতেই সোরগোল পড়ে যায়। স্থানীয় কুরুংকুম জেলার পুলিশ  তদন্ত শুরু করেছে। যে ঠিকাদারের অধীনে ওই শ্রমিকরা কাজ করছিলেন সেই ঠিকাদার অবশ্য চাপের মুখে পুরো  এই ১৯ জন শ্রমিকের নিখোঁজ হওয়ার কথা অস্বীকার করেছেন। ওই ঠিকাদারের দাবি ঈদুল আযহাতে বাড়ি যেতে দেওয়া হয়নি বলে রাগ করে পালিয়ে গিয়েছেন ওই শ্রমিকরা।

আরও পড়ুন: অরুণাচলে বনধের প্রভাবে ব্যাহত সাধারণ জন-জীবনে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ওই ঠিকাদারের মত কুরুংকুম   জেলার ডেপুটি পুলিশ সুপার নিঘি বেঙ্গিয়াও দাবি করেছেন ভেসে যাওয়ার কোন ঘটনাই ঘটেনি। পালিয়ে গিয়েছেন ওই শ্রমিকরা। দামিন সার্কেলে  বর্ডার রোডস অর্গানাইজেশনের রাস্টা তৈরির কাজ করছিলেন ওই শ্রমিকরা। ১৩ জুলাই দায়ের করা হয়েছে মিসিং ডায়েরি।

আরও পড়ুন: অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ,চিনের অস্বস্তি বাড়িয়ে মার্কিন সেনেটে প্রস্তাব পেশ  

 

আরও পড়ুন: অরুণাচলে ভারত- চিন সীমান্ত পরিদর্শন সেনা প্রধানের

দামিন থেকে ভারত- চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মাত্র ৮০ কিলোমিটার। ঘন জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকা। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তবে ইতিমধ্যেই লখিমপুরের সাব কন্ট্রাকট্রের নামে দায়ের করা হয়েছে এফআইআর। তাঁর অধীনেই কাজ করছিলেন ওই ১৯ জন শ্রমিক। অরুণাচল প্রদেশে কাজ করার জন্য কেন অসম থেকে শ্রমিক নিয়ে আসা হল তাও খতিয়ে দেখা হচ্ছে।