০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধের ২২ দিন, দফায় দফায় চলছে মিসাইল হানা, নিহত ৭ হাজারের বেশি রুশ সেনা!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুদ্ধের ২২ দিন হয়ে গেল। গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের ঘোষণা করার পর থেকেই লাগাতার যুদ্ধ-অভিযান চলছে। এখনও পর্যন্ত সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে  বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে হামলা  শুরুর পর থেকে সেখানে রাশিয়ার সেনাবাহিনীর ৭ হাজারের বেশি সেনা গত তিন সপ্তাহে নিহত হয়েছেন। এই তথ্য

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন, ইউক্রেনের দেওয়া সংখ্যা,  রাশিয়ার দেওয়া সংখ্যা, স্যাটেলাইট ইমেজ এবং রাশিয়া ট্যাংক ও সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন ভিডিও বিশ্লেষণ করে।

ইউক্রেন জানিয়েছে, যুদ্ধে রাশিয়ার ১৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন। তবে রাশিয়া দাবি করেছে, তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন। ঘর ছেড়েছে প্রায় ৩০ লাখ মানুষ। ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। শরণার্থীদের বেশির ভাগ মানুষ পোল্যান্ডের ওয়ারশ, ক্রাকো ও রক্লোসহ বড় বড় শহরগুলিতে গেছে। শহরগুলি আশ্রয় নেওয়া মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এদিকে যুদ্ধের ২২ তম দিনেও রাশিয়া-ইউক্রেন বৈঠকে কোনও সমাধান সূত্র মিললো না। ইউক্রেনের শহরগুলিতে দফায় দফায় চলছে মিসাইল হানা। ইরপিনে চলছে লাগাতার গোলাবর্ষণ। শুনশান খারকিভ শহর। চারদিকেই শ্মশানের স্তব্ধতা।

রাশিয়ার ক্রমাগত হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধের ২২ দিন, দফায় দফায় চলছে মিসাইল হানা, নিহত ৭ হাজারের বেশি রুশ সেনা!

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুদ্ধের ২২ দিন হয়ে গেল। গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের ঘোষণা করার পর থেকেই লাগাতার যুদ্ধ-অভিযান চলছে। এখনও পর্যন্ত সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে  বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে হামলা  শুরুর পর থেকে সেখানে রাশিয়ার সেনাবাহিনীর ৭ হাজারের বেশি সেনা গত তিন সপ্তাহে নিহত হয়েছেন। এই তথ্য

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন, ইউক্রেনের দেওয়া সংখ্যা,  রাশিয়ার দেওয়া সংখ্যা, স্যাটেলাইট ইমেজ এবং রাশিয়া ট্যাংক ও সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন ভিডিও বিশ্লেষণ করে।

ইউক্রেন জানিয়েছে, যুদ্ধে রাশিয়ার ১৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন। তবে রাশিয়া দাবি করেছে, তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন। ঘর ছেড়েছে প্রায় ৩০ লাখ মানুষ। ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। শরণার্থীদের বেশির ভাগ মানুষ পোল্যান্ডের ওয়ারশ, ক্রাকো ও রক্লোসহ বড় বড় শহরগুলিতে গেছে। শহরগুলি আশ্রয় নেওয়া মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এদিকে যুদ্ধের ২২ তম দিনেও রাশিয়া-ইউক্রেন বৈঠকে কোনও সমাধান সূত্র মিললো না। ইউক্রেনের শহরগুলিতে দফায় দফায় চলছে মিসাইল হানা। ইরপিনে চলছে লাগাতার গোলাবর্ষণ। শুনশান খারকিভ শহর। চারদিকেই শ্মশানের স্তব্ধতা।

রাশিয়ার ক্রমাগত হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়।