১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে  রওনা  ২৫ টি অ্যাম্বুল্যান্স সহ  ১২ জন চিকিৎসকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
  • / 57

পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনায়  উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ওড়িশা সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি।  সমস্ত পরিস্থিতির উপরে নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সন্ধা নাগাদ চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এর সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লাগে।  মৃতের সংখ্যা ১০০ পার করেছে, আহত ৫০০ ছাড়িয়েছে। তবে হতা হতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের। একটি নয়, ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়েছে দু’টি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন৷ করমণ্ডল এক্সপ্রেস ছাড়াও বেলাইন হয়েছে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস ট্রেনের দুটি বগি৷ দুটি ট্রেনের মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ প্রথমে শোনা গিয়েছিল বালাসোর এবং সোড়ো স্টেশনের মধ্যে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে৷ যদিও পরে জানা যায়, মালগাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে প্রথমে বেলাইন হয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা৷ করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনের উপরে৷ সেই সময় ওই লাইন দিয়ে আসছিল ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু- হাওড়া  এক্সপ্রেস৷ করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরার সঙ্গে ধাক্কা লেগে সেই ট্রেনটিরও দুটি কামরা লাইনচ্যুত হয়৷

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২৫ টি অ্যাম্বুল্যান্স এবং ১২ জন চিকিৎসক ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুব দুঃখজনক ঘটনা। আমাকে জানিয়েছে ব্যবস্থা নিতে। অনেক যাত্রী আমাদের পশ্চিম বঙ্গের আছেন। ০৩৩২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই কন্ট্রোল রুম গুলো চালু করা হয়েছে। ওড়িশার কন্ট্রোল রুম এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। আমরা এখনও সম্পূর্ণ তথ্য হাতে পাইনি। দক্ষিণ পূর্ব রেলের জিএম-র কাছে সব ইনফো নেই। যাঁরা ট্রেন এ যাতায়াত করছিলেন, তাঁদের কোনও তথ্যের দরকার থাকলে এই নম্বর পাবেন। অনেক লোক আহত হয়েছেন।”

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

তিনি আরও বলেন, “মানস ভুঁইয়া এর নেতৃত্বে একটা টিম যাচ্ছে। বালাশোরের ডিএম কিছু অ্যাম্বুলেন্স চেয়েছে। আমরা সেই গুলো পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এর সুপার স্পেশালিটি হাসাপাতাগুলিকে তৈরি থাকতে বলেছি। ওড়িশা সরকারকে জানিয়েছি। যদি কিছু প্রয়োজন দরকার হয় আমরা করে দেব। আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত।”

 


 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে  রওনা  ২৫ টি অ্যাম্বুল্যান্স সহ  ১২ জন চিকিৎসকের

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনায়  উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ওড়িশা সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি।  সমস্ত পরিস্থিতির উপরে নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সন্ধা নাগাদ চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এর সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লাগে।  মৃতের সংখ্যা ১০০ পার করেছে, আহত ৫০০ ছাড়িয়েছে। তবে হতা হতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের। একটি নয়, ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়েছে দু’টি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন৷ করমণ্ডল এক্সপ্রেস ছাড়াও বেলাইন হয়েছে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস ট্রেনের দুটি বগি৷ দুটি ট্রেনের মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ প্রথমে শোনা গিয়েছিল বালাসোর এবং সোড়ো স্টেশনের মধ্যে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে৷ যদিও পরে জানা যায়, মালগাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে প্রথমে বেলাইন হয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা৷ করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনের উপরে৷ সেই সময় ওই লাইন দিয়ে আসছিল ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু- হাওড়া  এক্সপ্রেস৷ করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরার সঙ্গে ধাক্কা লেগে সেই ট্রেনটিরও দুটি কামরা লাইনচ্যুত হয়৷

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২৫ টি অ্যাম্বুল্যান্স এবং ১২ জন চিকিৎসক ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুব দুঃখজনক ঘটনা। আমাকে জানিয়েছে ব্যবস্থা নিতে। অনেক যাত্রী আমাদের পশ্চিম বঙ্গের আছেন। ০৩৩২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই কন্ট্রোল রুম গুলো চালু করা হয়েছে। ওড়িশার কন্ট্রোল রুম এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। আমরা এখনও সম্পূর্ণ তথ্য হাতে পাইনি। দক্ষিণ পূর্ব রেলের জিএম-র কাছে সব ইনফো নেই। যাঁরা ট্রেন এ যাতায়াত করছিলেন, তাঁদের কোনও তথ্যের দরকার থাকলে এই নম্বর পাবেন। অনেক লোক আহত হয়েছেন।”

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

তিনি আরও বলেন, “মানস ভুঁইয়া এর নেতৃত্বে একটা টিম যাচ্ছে। বালাশোরের ডিএম কিছু অ্যাম্বুলেন্স চেয়েছে। আমরা সেই গুলো পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এর সুপার স্পেশালিটি হাসাপাতাগুলিকে তৈরি থাকতে বলেছি। ওড়িশা সরকারকে জানিয়েছি। যদি কিছু প্রয়োজন দরকার হয় আমরা করে দেব। আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত।”