দীপাবলির রাতে দিল্লির বাতাসে মিশল বিষ
দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 56
দীপাবলির রাতে দিল্লির বাতাসে মিশল বিষ
দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত
পুবের কলম, ওয়েবডেস্ক: দীপাবলির রাতে দিল্লির বাতাসে মিশল বিষ। সোমবার সকালে রাজধানীর বাতাসের গুণমান গড়ে ৩৩৫ রেকর্ড করা হয়েছে। দিল্লির ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বেশির ভাগেরই একিউআই ছিল ৩০০-র। কোথাও কোথাও তা ৪০০-র বিপদসীমাও পার করে। ফলে দিল্লির ৩৮টির মধ্যে ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ বলে চিহ্নিত করা করা। মঙ্গলবারও সকালে দিল্লিতে বাতাসের গুণগত মান (AQI) ছিল ৩৪৭। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোর কাস্টিং এবং রিসার্চ (SAFAR) জানিয়েছে, গত বছর দীপাবলির পর দিন দিল্লির বাতাসের গুণগত মান ছিল ২৯৬। এ দিন দিল্লির বাতাসের যে মান ছিল তা ‘অতি খারাপ’ তালিকায় পড়ে।
শীতকাল আসতে না আসতেই দূষণের ছোবলে জেরবার হয় জনজীবন। এবছরই তার ব্যতিক্রম নয়। গত কয়েকদিন ধরেই রাজধানীর দূষণের মাত্রা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। দিওয়ালির আগেই তা ছাড়িয়ে গিয়েছে চারশোর গণ্ডি! রাজধানীর বাতাসে ক্রমশ বাড়তে থাকে দূষণ। শনিবার থেকে দিল্লির বাতাসে গুনগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। সিপিসিবি-র তথ্য সূত্রে খবর, আনন্দ বিহারে তা ৪১৮। পাশাপাশি বারাপুলায় তা ২৯০। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্ডিয়া গেটের সামনে জলকামান দাগা হয়েছে। সেখানে রবিবাসরীয় সকালে দূষণের মাত্রা ছিল ২৬৯। দীপাবলির আগে বাতাসে দূষণের মাত্রা বাড়তে থাকায় আতঙ্কও বাড়ছে।
জানা গিয়েছে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমে। কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তা। স্বাভাবিক ভাবেই এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন দূষণের এই ছবি দেখে। সবচেয়ে ভয়ানক অবস্থা অক্ষরধামের। সেখানে বাতাসের গুণগত মান বা একিউআই পৌঁছেছে ৪২৬-এ। অর্থাৎ ‘ভয়ানক’ মাত্রায়। রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত যে ভয়ংকর পরিবেশ দূষণের মুখোমুখি হয়, তার অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো। দিল্লির আবহাওয়ার অবস্থাও কয়েকদিন ধরে একই রকম। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। রাতের তাপমাত্রাও কয়েকদিন ধরেই ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। মেঘমুক্ত আকাশে রাজধানীতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে দূষণও আরও বাড়বে। দৃশ্যমানতাও উল্লেখযোগ্যভাবে কম থাকবে। এখনই ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। এর পরে আরও ঠান্ডা বাড়লে ধোঁয়াশা আরেকটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে দিল্লিতে। ফলে সব মিলিয়ে দিল্লির আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে।