০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৭৪ দিনের জ্বালানি মজুত!  কেন্দ্রকে অদূরদর্শী বলে কটাক্ষ তৃণমূলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 21

পুবের কলম প্রতিবেদক: লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি পথে নেমেছে তৃণমূল। কিন্তু সংসদে তেলের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূল সাংসদের প্রশ্ন করতেই ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বৃহস্পতিবার সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায়ের তোলা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের দেওয়া উত্তরে চক্ষুচড়কগাছ বিরোধী সাংসদদের। কারণ কেন্দ্রীয় সরকার জানিয়েছে আর দেশে মজুত আছে মাত্র ৭৪ দিনের তেল। আর এই তথ্য প্রকাশ্যে আসার পর কেন্দ্রকে অদূরদর্শী বলে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, যে তথ্য সামনে এসেছে তা যথেষ্ট উদ্বেগজনক। যদি জ্বালানির পরিমাণ কমে গিয়ে থাকে এবং এই কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় এই চূড়ান্ত দায় অপদার্থ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।

কেন্দ্রীয় সরকার সব ক্ষেত্রেই চরম ব্যর্থতার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। করোনার সময় মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নাচানাচি করতে গিয়ে দেশে করোনাকে ডেকে এনেছেন । একইভাবে ইউক্রেন যুদ্ধের সময় কেন্দ্রের অদূরদর্শিতার কারণে ভুগতে হয়েছে সেখানকার ছাত্র-ছাত্রীদের। জ্বালানির ক্ষেত্রেও একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭৪ দিনের জ্বালানি মজুত!  কেন্দ্রকে অদূরদর্শী বলে কটাক্ষ তৃণমূলের

আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি পথে নেমেছে তৃণমূল। কিন্তু সংসদে তেলের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূল সাংসদের প্রশ্ন করতেই ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বৃহস্পতিবার সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায়ের তোলা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের দেওয়া উত্তরে চক্ষুচড়কগাছ বিরোধী সাংসদদের। কারণ কেন্দ্রীয় সরকার জানিয়েছে আর দেশে মজুত আছে মাত্র ৭৪ দিনের তেল। আর এই তথ্য প্রকাশ্যে আসার পর কেন্দ্রকে অদূরদর্শী বলে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, যে তথ্য সামনে এসেছে তা যথেষ্ট উদ্বেগজনক। যদি জ্বালানির পরিমাণ কমে গিয়ে থাকে এবং এই কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় এই চূড়ান্ত দায় অপদার্থ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।

কেন্দ্রীয় সরকার সব ক্ষেত্রেই চরম ব্যর্থতার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। করোনার সময় মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নাচানাচি করতে গিয়ে দেশে করোনাকে ডেকে এনেছেন । একইভাবে ইউক্রেন যুদ্ধের সময় কেন্দ্রের অদূরদর্শিতার কারণে ভুগতে হয়েছে সেখানকার ছাত্র-ছাত্রীদের। জ্বালানির ক্ষেত্রেও একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র