১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগর থানার পুলিশের তৎপরতায় বহড়ু থেকে  উদ্ধার মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার রেল লাইনে দূর্ঘটনার শিকার এক যুবক।শনিবার বেলায় জয়নগর থানার রেলগেট এলাকায় ডাউন লাইনে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় ডাউন নামখানা লোকালের ধাক্কায় মৃত্যু ঘটলো জয়নগর মজিলপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মিস্ত্রী পাড়ার রাজু মিস্ত্রী ওরফে নন্টে নামে এক যুবকের।ঘটনার খবর পেয়ে বারুইপুর জিআরপির পুলিশ ও জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। আর এদিন এবিষয়ে জয়নগর থানায় দাঁড়িয়ে মৃতের কাকা করিমবারি মিস্ত্রী ও প্রতিবেশী রাজু দাস  বললেন,কাঠের মিস্ত্রী হিসাবে কাজ করতো রাজু। হোগলায় কাজের উদ্দেশে যাবার জন্য সে এদিন লাইন ধরে জয়নগর মজিলপুর স্টেশনের দিকে যেতে গিয়েই এই দূর্ঘটনার কবলে পড়লো।বাড়িতে স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান আছে রাজুর।আর এই ঘটনায় রাজুর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তবে একই জায়গায় বারবার এই ঘটনা ঘটা নিয়ে রেল পুলিশের নজরদারির অভাবের কথা সাধারণ মানুষের মুখ থেকে উঠে আসছে।

আরও পড়ুন: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

আরও পড়ুন: জয়নগর থানার পুলিশের তৎপরতায় বন্ধ হলো  নাবালিকার বিয়ে,  মন্ডপ থেকে,ধৃত তিন,
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগর থানার পুলিশের তৎপরতায় বহড়ু থেকে  উদ্ধার মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, শনিবার

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার রেল লাইনে দূর্ঘটনার শিকার এক যুবক।শনিবার বেলায় জয়নগর থানার রেলগেট এলাকায় ডাউন লাইনে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় ডাউন নামখানা লোকালের ধাক্কায় মৃত্যু ঘটলো জয়নগর মজিলপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মিস্ত্রী পাড়ার রাজু মিস্ত্রী ওরফে নন্টে নামে এক যুবকের।ঘটনার খবর পেয়ে বারুইপুর জিআরপির পুলিশ ও জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। আর এদিন এবিষয়ে জয়নগর থানায় দাঁড়িয়ে মৃতের কাকা করিমবারি মিস্ত্রী ও প্রতিবেশী রাজু দাস  বললেন,কাঠের মিস্ত্রী হিসাবে কাজ করতো রাজু। হোগলায় কাজের উদ্দেশে যাবার জন্য সে এদিন লাইন ধরে জয়নগর মজিলপুর স্টেশনের দিকে যেতে গিয়েই এই দূর্ঘটনার কবলে পড়লো।বাড়িতে স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান আছে রাজুর।আর এই ঘটনায় রাজুর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তবে একই জায়গায় বারবার এই ঘটনা ঘটা নিয়ে রেল পুলিশের নজরদারির অভাবের কথা সাধারণ মানুষের মুখ থেকে উঠে আসছে।

আরও পড়ুন: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

আরও পড়ুন: জয়নগর থানার পুলিশের তৎপরতায় বন্ধ হলো  নাবালিকার বিয়ে,  মন্ডপ থেকে,ধৃত তিন,