১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক। কাকদ্বীপের বামুনের মোড়ের ১৩ বছরের এক বালক রবিবার সন্ধ্যা থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়। শিশুটির বাড়ির লোক খোঁজাখু্ঁজি করার সময় এদিন রাতে কাকদ্বীপ থানা থেকে খবর আসে শিশুটিকে পাওয়া গেছে। জয়নগর থানায় আছে। সোমবার সকালে গিয়ে যেন শিশুটিকে থানা থেকে নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়, রবিবার রাতে জয়নগর মজিলপুর স্টেশন থেকে জয়নগর থানায় খবর আসে একটি শিশুকে পাওয়া গেছে। আর খবর পাওয়া মাএ জয়নগর থানার এস আই রাজু গুপ্তা ও তার পুলিশ টিম নিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে। এবং সোমবার বেলায় জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জি উদ্ধার হওয়া শিশু টিকে তাঁর পরিবারের হাতে তুলে দেন। আর এদিন নিজের ভাই ও নিজের ছেলে ফিরে পেয়ে খুশি শিশুটির দাদা ও মা।

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

তাদের সূএে জানা যায়,  শিশুটির নাম সুব্রত দাস(১৩), বাড়ি কাকদ্বীপের পশ্চিম গোবিন্দপুর এলাকায়। বর্তমানে থাকে কাকদ্বীপের বামুনের মোড় এলাকায়। এদিন শিশুটিকে ফিরে পেয়ে জয়নগর থানায় দাঁড়িয়ে শিশুটি মা বলেন,আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। স্বামী বাইরে কাজ করে। আমার দুটি ছেলে। ছোট ছেলে খেলতে খেলতে বেখেয়ালে ট্রেনে চেপে পড়ে। কিছু ভালো মানুষের ও জয়নগর থানার পুলিশের তৎপরতায় আমি ছেলেকে ফিরে পেলাম। শিশুটির ভাই ও জয়নগর থানার পুলিশকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থায় গ্রেফতার জিম ট্রেনার

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক। কাকদ্বীপের বামুনের মোড়ের ১৩ বছরের এক বালক রবিবার সন্ধ্যা থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়। শিশুটির বাড়ির লোক খোঁজাখু্ঁজি করার সময় এদিন রাতে কাকদ্বীপ থানা থেকে খবর আসে শিশুটিকে পাওয়া গেছে। জয়নগর থানায় আছে। সোমবার সকালে গিয়ে যেন শিশুটিকে থানা থেকে নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়, রবিবার রাতে জয়নগর মজিলপুর স্টেশন থেকে জয়নগর থানায় খবর আসে একটি শিশুকে পাওয়া গেছে। আর খবর পাওয়া মাএ জয়নগর থানার এস আই রাজু গুপ্তা ও তার পুলিশ টিম নিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে। এবং সোমবার বেলায় জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জি উদ্ধার হওয়া শিশু টিকে তাঁর পরিবারের হাতে তুলে দেন। আর এদিন নিজের ভাই ও নিজের ছেলে ফিরে পেয়ে খুশি শিশুটির দাদা ও মা।

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

তাদের সূএে জানা যায়,  শিশুটির নাম সুব্রত দাস(১৩), বাড়ি কাকদ্বীপের পশ্চিম গোবিন্দপুর এলাকায়। বর্তমানে থাকে কাকদ্বীপের বামুনের মোড় এলাকায়। এদিন শিশুটিকে ফিরে পেয়ে জয়নগর থানায় দাঁড়িয়ে শিশুটি মা বলেন,আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। স্বামী বাইরে কাজ করে। আমার দুটি ছেলে। ছোট ছেলে খেলতে খেলতে বেখেয়ালে ট্রেনে চেপে পড়ে। কিছু ভালো মানুষের ও জয়নগর থানার পুলিশের তৎপরতায় আমি ছেলেকে ফিরে পেলাম। শিশুটির ভাই ও জয়নগর থানার পুলিশকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থায় গ্রেফতার জিম ট্রেনার