২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বক্সিং থেকে অবসর আমির খানের

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 92

পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক বক্সিং থেকে অবসর নিয়ে নিলেন ব্রিটিশ বক্সার আমির খান । নিজের শেষ আন্তর্জাতিক বক্সিংয়ে কেল ব্রুকের কাছে পরাজিত হয়ে কিছুটা অভিমানের সুরে আন্তর্জাতিক বক্সিং থেকে সরে গেলেন বৃটেনের এই খ্যাতনামা বক্সিং তারকা । মাত্র ৩৫ বছর বয়সেই আন্তর্জাতিক বক্সিংকে বিদায় দিলেন আমির খান । প্রতিযোগিতার শুরু ও শেষ দুটি নকে হেরে যান তিনি । হারার পর কান্নায় ভেঙে পড়েন আমির । আর এরপরই আকস্মিকভাবে সিদ্ধান্ত নেন যে আন্তর্জাতিক বক্সিং রিংয়ে তিনি আর নামবেন না । তার এই সিদ্ধান্তে অনেকে অবাক হলেও আমির খান কিন্তু এতোটুকু অবাক নন ।

 

আরও পড়ুন: ৩৪ বছরে ৫৭ বার বদলি, অবসর নিলেন আপোসহীন আইএএস খেমকা

তিনি বলছেন, ‘এবার থেকে আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাবো । আমি সবসময় এটাই বলে এসেছি বক্সিং যেন আমায় অবসর না দেয়। বক্সিং আমায় অবসর দেয়ওনি । বরং আমি বক্সিং থেকে অবসর নিচ্ছি । ‘ ব্রুকের কাছে হার কোনোভাবেই মানতে পারেননি বিশ্বের খ্যাতনামা এই বক্সিং তারকা । বললেন, ‘বক্সিংয়ে মাঝে মধ্যে এমন শাস্তি হওয়াটা খুব জরুরী । বড় কিছু শর্ট খেলেছি কিন্তু ভবিষ্যতে অনেক কিছুই ক্ষতিকর হতে পারে, তাই এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম ।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাটদের কাছে হারের পরেই ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ

বৃটেনের বক্সার আমির খান ২০০৯ ও ২০১২ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন । আইবিএফ টাইটেল জিতেছেন ২০১১ সালে । বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও নিরহংকারী আমির খান জানালেন,’ আমি সেই সবই করেছি যা আমি কোনদিন প্রত্যাশা করিনি হয়তো তাড়াতাড়ি নিজের অবসর ঘোষণা করে দিলাম কিন্তু এছাড়া আর কিছু করার ছিল না ।’ আবেগি কণ্ঠে তিনি জানিয়েছেন,’ আমার এখন ৩৫ বছর বয়স , বুড়ো হয়ে গেছি এবার অন্তত নিজের ছেলে মেয়ে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব ।’

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার গার্ডেনরিচ কাণ্ডের আমির খান

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তর্জাতিক বক্সিং থেকে অবসর আমির খানের

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক বক্সিং থেকে অবসর নিয়ে নিলেন ব্রিটিশ বক্সার আমির খান । নিজের শেষ আন্তর্জাতিক বক্সিংয়ে কেল ব্রুকের কাছে পরাজিত হয়ে কিছুটা অভিমানের সুরে আন্তর্জাতিক বক্সিং থেকে সরে গেলেন বৃটেনের এই খ্যাতনামা বক্সিং তারকা । মাত্র ৩৫ বছর বয়সেই আন্তর্জাতিক বক্সিংকে বিদায় দিলেন আমির খান । প্রতিযোগিতার শুরু ও শেষ দুটি নকে হেরে যান তিনি । হারার পর কান্নায় ভেঙে পড়েন আমির । আর এরপরই আকস্মিকভাবে সিদ্ধান্ত নেন যে আন্তর্জাতিক বক্সিং রিংয়ে তিনি আর নামবেন না । তার এই সিদ্ধান্তে অনেকে অবাক হলেও আমির খান কিন্তু এতোটুকু অবাক নন ।

 

আরও পড়ুন: ৩৪ বছরে ৫৭ বার বদলি, অবসর নিলেন আপোসহীন আইএএস খেমকা

তিনি বলছেন, ‘এবার থেকে আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাবো । আমি সবসময় এটাই বলে এসেছি বক্সিং যেন আমায় অবসর না দেয়। বক্সিং আমায় অবসর দেয়ওনি । বরং আমি বক্সিং থেকে অবসর নিচ্ছি । ‘ ব্রুকের কাছে হার কোনোভাবেই মানতে পারেননি বিশ্বের খ্যাতনামা এই বক্সিং তারকা । বললেন, ‘বক্সিংয়ে মাঝে মধ্যে এমন শাস্তি হওয়াটা খুব জরুরী । বড় কিছু শর্ট খেলেছি কিন্তু ভবিষ্যতে অনেক কিছুই ক্ষতিকর হতে পারে, তাই এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম ।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাটদের কাছে হারের পরেই ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ

বৃটেনের বক্সার আমির খান ২০০৯ ও ২০১২ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন । আইবিএফ টাইটেল জিতেছেন ২০১১ সালে । বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও নিরহংকারী আমির খান জানালেন,’ আমি সেই সবই করেছি যা আমি কোনদিন প্রত্যাশা করিনি হয়তো তাড়াতাড়ি নিজের অবসর ঘোষণা করে দিলাম কিন্তু এছাড়া আর কিছু করার ছিল না ।’ আবেগি কণ্ঠে তিনি জানিয়েছেন,’ আমার এখন ৩৫ বছর বয়স , বুড়ো হয়ে গেছি এবার অন্তত নিজের ছেলে মেয়ে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব ।’

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার গার্ডেনরিচ কাণ্ডের আমির খান