১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে ২২ গজ ভাগ করে নিলেন আফগান পিতা-পুত্র, কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 64

 

পুবের কলম ওয়েবডেস্কঃ একসঙ্গে ২২ গজ মাতালেন আফগান পিতা – পুত্র। আফগানিস্তানের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহম্মদ নবি এবং তার ছেলে হাসান নবিকে একসঙ্গে ক্রিকেটের ময়দানে খেলতে দেখার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

আমিরশাহীর শারজা ক্রিকেট স্টেডিয়াম এই বিরলতম ঘটনার সাক্ষী থাকলো। ৩৮ বছর বয়সেও আফগান জাতীয় দলের হয়ে দাপটের সঙ্গে খেলছেন মুহাম্মদ নবি। নবির পুত্র ১৬ বছরের কিশোর হাসান নবিও চুটিয়ে খেলছেন। এবার শারজা টি- ২০ লিগে পিতা- পুত্রকে একসঙ্গে দেখা গেল ২২ গজে।

বিশ্ব ক্রীড়ার আসরে পিতা- পুত্র বা দুই ভাইয়ের জুটি কম নেই। ভারতেই ইফতিকার আলি খান পাতৌদি- মনসুর আলি খান পাতৌদি, লালা অমরনাথ ও তাঁর দুই ছেলে সুরিন্দর অমরনাথ ও মাহিন্দর অমরনাথ, আবার রয়েছেন লিয়েন্ডার ও ভেস পেজ।তবে মুহাম্মদ নবি ও হাসান নবি সত্যি করেই দৃষ্টান্ত স্থাপন করলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একসঙ্গে ২২ গজ ভাগ করে নিলেন আফগান পিতা-পুত্র, কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব

আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ একসঙ্গে ২২ গজ মাতালেন আফগান পিতা – পুত্র। আফগানিস্তানের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহম্মদ নবি এবং তার ছেলে হাসান নবিকে একসঙ্গে ক্রিকেটের ময়দানে খেলতে দেখার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

আমিরশাহীর শারজা ক্রিকেট স্টেডিয়াম এই বিরলতম ঘটনার সাক্ষী থাকলো। ৩৮ বছর বয়সেও আফগান জাতীয় দলের হয়ে দাপটের সঙ্গে খেলছেন মুহাম্মদ নবি। নবির পুত্র ১৬ বছরের কিশোর হাসান নবিও চুটিয়ে খেলছেন। এবার শারজা টি- ২০ লিগে পিতা- পুত্রকে একসঙ্গে দেখা গেল ২২ গজে।

বিশ্ব ক্রীড়ার আসরে পিতা- পুত্র বা দুই ভাইয়ের জুটি কম নেই। ভারতেই ইফতিকার আলি খান পাতৌদি- মনসুর আলি খান পাতৌদি, লালা অমরনাথ ও তাঁর দুই ছেলে সুরিন্দর অমরনাথ ও মাহিন্দর অমরনাথ, আবার রয়েছেন লিয়েন্ডার ও ভেস পেজ।তবে মুহাম্মদ নবি ও হাসান নবি সত্যি করেই দৃষ্টান্ত স্থাপন করলেন।