০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জ্ঞানভাপী মসজিদের  পর এবার মথুরার শাহি ইদগাহ মসজিদে দেওয়া হল ভিডিওগ্রাফির নির্দেশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার
  • / 60

 

 

আরও পড়ুন: পরপর পথ দুর্ঘটনা আগ্রা ও মথুরায়, মৃত ১০, আহত ৪২

পুবের কলম ওয়েবডেস্কঃ বারাণসীর জ্ঞানভাপী মসজিদের  পর এবার মথুরার শাহি ইদগাহ মসজিদে নির্দেশ দেওয়া হল ভিডিও সমীক্ষার। হিন্দুত্ববাদীদের আবেদনেই আস্থা রাখল আদালত। সোমবার এলাহাবাদ আদালত এই নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ‘২০২৪-এর নির্বাচনে মথুরা থেকেই লড়তে চাই,’ ইচ্ছের কারণ ব্যাখ্যা করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী

আদালত এই সমীক্ষা পর্যবেক্ষণের জন্য এক আইনজীবী কে কোর্ট কমিশনার এবং দু জনকে  সহকারী কোর্ট কমিশনার নিযুক্ত  করেছে। আগামী চারমাসের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

আরও পড়ুন: মথুরায় যমুনা এক্সপ্রেস ওয়ের কাছে দুর্ঘটনা, মৃত ৪

মথুরার প্রাচীন কাটরা স্তুপ ওই এলাকায় শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই আছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দুত্ববাদিরা দাবি করে কৃষ্ণ জন্মস্থানের ওই স্থানেই ছিল প্রাচীন কেশবদাস মন্দির।

মুঘল সম্রাট আওরঙ্গজেব যে ভাবে কাশীর আসল  বিশ্বনাথ মন্দির ধ্বংস করে সেই একই পদ্ধতি অনুসরণ করে মথুরার কৃষ্ণ মন্দির ধ্বংস করে সেখানে মুঘল সম্রাট প্রস্তুত করেন শাহি ইদগাহ মসজিদ।

ভিডিওগ্রাফি করার দাবি জানিয়ে বেশকিছু মাস আগেই মামলা দায়ের করা হয় এলাহাবাদ হাইকোর্টে। হিন্দুত্ববাদীদের পক্ষে মণীশ যাদবের দাবি বারাণসী আদালতে তাঁরা মামলা দায়ের করেন কিন্তু সেখানে শুনানিতে ঢিলেমি চূড়ান্ত  মাত্রা পায়। তাই এলাহাবাদ হাইকোর্টে তারা  মামলা করতে বাধ্য হন । তাঁদের দাবি ইদগাহ চত্বর সিল করে  করা হোক ভিডিওগ্রাফি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জ্ঞানভাপী মসজিদের  পর এবার মথুরার শাহি ইদগাহ মসজিদে দেওয়া হল ভিডিওগ্রাফির নির্দেশ

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: পরপর পথ দুর্ঘটনা আগ্রা ও মথুরায়, মৃত ১০, আহত ৪২

পুবের কলম ওয়েবডেস্কঃ বারাণসীর জ্ঞানভাপী মসজিদের  পর এবার মথুরার শাহি ইদগাহ মসজিদে নির্দেশ দেওয়া হল ভিডিও সমীক্ষার। হিন্দুত্ববাদীদের আবেদনেই আস্থা রাখল আদালত। সোমবার এলাহাবাদ আদালত এই নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ‘২০২৪-এর নির্বাচনে মথুরা থেকেই লড়তে চাই,’ ইচ্ছের কারণ ব্যাখ্যা করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী

আদালত এই সমীক্ষা পর্যবেক্ষণের জন্য এক আইনজীবী কে কোর্ট কমিশনার এবং দু জনকে  সহকারী কোর্ট কমিশনার নিযুক্ত  করেছে। আগামী চারমাসের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

আরও পড়ুন: মথুরায় যমুনা এক্সপ্রেস ওয়ের কাছে দুর্ঘটনা, মৃত ৪

মথুরার প্রাচীন কাটরা স্তুপ ওই এলাকায় শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই আছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দুত্ববাদিরা দাবি করে কৃষ্ণ জন্মস্থানের ওই স্থানেই ছিল প্রাচীন কেশবদাস মন্দির।

মুঘল সম্রাট আওরঙ্গজেব যে ভাবে কাশীর আসল  বিশ্বনাথ মন্দির ধ্বংস করে সেই একই পদ্ধতি অনুসরণ করে মথুরার কৃষ্ণ মন্দির ধ্বংস করে সেখানে মুঘল সম্রাট প্রস্তুত করেন শাহি ইদগাহ মসজিদ।

ভিডিওগ্রাফি করার দাবি জানিয়ে বেশকিছু মাস আগেই মামলা দায়ের করা হয় এলাহাবাদ হাইকোর্টে। হিন্দুত্ববাদীদের পক্ষে মণীশ যাদবের দাবি বারাণসী আদালতে তাঁরা মামলা দায়ের করেন কিন্তু সেখানে শুনানিতে ঢিলেমি চূড়ান্ত  মাত্রা পায়। তাই এলাহাবাদ হাইকোর্টে তারা  মামলা করতে বাধ্য হন । তাঁদের দাবি ইদগাহ চত্বর সিল করে  করা হোক ভিডিওগ্রাফি।