পুবের কলম, ওয়েবডেস্ক: নিরীহ মানুষের ভিড় লক্ষ্য করে গাছের আড়াল থেকে একের পর এক গুলি ছুড়ছিল আততায়ী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ডি সৈকত–এর আশপাশে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন পর্যটক ও পথচারীরা। ঠিক সেই সময় ভয়কে উপেক্ষা করে অসীম সাহস দেখান আহমেদ আল আহমেদ।
সুযোগ বুঝে গাছের আড়ালে থাকা হামলাকারীকে পিছন থেকে জাপটে ধরেন তিনি। কয়েক সেকেন্ডের তীব্র ধস্তাধস্তির পর আততায়ীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে উল্টো তাক করেন আহমেদ। অস্ত্রহীন হয়ে আততায়ী তখন পিছু হটতে বাধ্য হয়। ঘটনার ১৫ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, আর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এই সাহসী মানুষটি।
পেশায় ফল বিক্রেতা আহমেদ কখনও বন্দুক ধরেননি। চাইলে তিনিও অন্যদের মতো সরে যেতে পারতেন। কিন্তু উপস্থিত বুদ্ধি, ঠান্ডা মাথা ও অসাধারণ সাহসিকতায় তিনি হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন। এই লড়াইয়ে তাঁর শরীরে দু’টি গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আহমেদের ভাই মুস্তাফা বলেন, “আহমেদ এখন চিকিৎসাধীন, তবে সে একশো শতাংশ হিরো।” শুধু পরিবার নয়, গোটা বিশ্বের কাছেই তিনি সাহসের প্রতীক হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ–ও প্রকাশ্যে আহমেদ আল আহমেদকে ‘হিরো’ বলে আখ্যায়িত করেছেন।






























