১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলগ্রহ থেকে এলিয়েন সংকেত!

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 68

বিশেষ প্রতিবেদন: মঙ্গলগ্রহ নিয়ে গবেষণার শেষ নেই। এরই অংশ হিসেবে মঙ্গলগ্রহে পাঠানো ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) মহাকাশযান ‘এক্সোমার্স’ থেকে একটি এলিয়েন ‘মক’ সংকেত পাওয়া গেছে।

ট্রেগ গ্যাস অরবিটার ব্যবহার করে পাওয়া এই সংকেত ‘ডিকোড’ করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।  মানুষ সবসময়ই মহাকাশ এবং পৃথিবী ছাড়া অন্য গ্রহে জীবনের সন্ধানে গবেষণার কথা শুনছে।

আরও পড়ুন: এলিয়েনের অস্তিত্ব মেলেনি: পেন্টাগন

বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা অন্য গ্রহে প্রাণ আছে কিনা তা খুঁজে বের করতে মহাকাশ মিশন চালাচ্ছে। ইউরোপীয় মহাকাশ সংস্থাও মঙ্গল গ্রহে অভিযান চালিয়েছে। একসময়ে তারা গ্যাস অরবিটার ব্যবহার করে মঙ্গল থেকে একটি এলিয়েন ‘মক’ সংকেত পায়।

আরও পড়ুন: বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের আগাম সংকেত পেতে এবার বাজবে সাইরেন, খরচ ২০০ কোটি

‘এ সাইন ইন স্পেস’ প্রকল্পের শিল্পী ড্যানিয়েলা ডি পাওলিস বলেন, অতীতেও বিভিন্ন সংকেত নিয়ে গবেষণা হয়েছে। বহির্ভূত অঞ্চল থেকে পাওয়া বার্তাটি মানবজাতির জন্য অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী একটি সংকেত দিলেই সহিংসতা বন্ধ হয়ে যাবে : নাজীব জং

সূত্রের খবর, ড্যানিয়েলা ডি পাওলিস বহির্জাগতিক বার্তাটি ডিকোডিং এবং ব্যাখ্যা করার প্রক্রিয়াটি নিয়ে গবেষণা করার জন্য একটি প্রকল্প তৈরি করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, মহাকাশ বিজ্ঞানী এবং শিল্পীদের একটি দলকে একত্রিত করেছেন।

এদিকে, মঙ্গলে প্রাণ আছে কি না, তা নিয়ে জোর চর্চা চলছেই। সেই আবহেই ন্যাশনাল সায়েন্স রিভিউতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে মঙ্গলে একটি সমুদ্রের হদিশ পাওয়া গিয়েছে।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলগ্রহ থেকে এলিয়েন সংকেত!

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার

বিশেষ প্রতিবেদন: মঙ্গলগ্রহ নিয়ে গবেষণার শেষ নেই। এরই অংশ হিসেবে মঙ্গলগ্রহে পাঠানো ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) মহাকাশযান ‘এক্সোমার্স’ থেকে একটি এলিয়েন ‘মক’ সংকেত পাওয়া গেছে।

ট্রেগ গ্যাস অরবিটার ব্যবহার করে পাওয়া এই সংকেত ‘ডিকোড’ করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।  মানুষ সবসময়ই মহাকাশ এবং পৃথিবী ছাড়া অন্য গ্রহে জীবনের সন্ধানে গবেষণার কথা শুনছে।

আরও পড়ুন: এলিয়েনের অস্তিত্ব মেলেনি: পেন্টাগন

বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা অন্য গ্রহে প্রাণ আছে কিনা তা খুঁজে বের করতে মহাকাশ মিশন চালাচ্ছে। ইউরোপীয় মহাকাশ সংস্থাও মঙ্গল গ্রহে অভিযান চালিয়েছে। একসময়ে তারা গ্যাস অরবিটার ব্যবহার করে মঙ্গল থেকে একটি এলিয়েন ‘মক’ সংকেত পায়।

আরও পড়ুন: বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের আগাম সংকেত পেতে এবার বাজবে সাইরেন, খরচ ২০০ কোটি

‘এ সাইন ইন স্পেস’ প্রকল্পের শিল্পী ড্যানিয়েলা ডি পাওলিস বলেন, অতীতেও বিভিন্ন সংকেত নিয়ে গবেষণা হয়েছে। বহির্ভূত অঞ্চল থেকে পাওয়া বার্তাটি মানবজাতির জন্য অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী একটি সংকেত দিলেই সহিংসতা বন্ধ হয়ে যাবে : নাজীব জং

সূত্রের খবর, ড্যানিয়েলা ডি পাওলিস বহির্জাগতিক বার্তাটি ডিকোডিং এবং ব্যাখ্যা করার প্রক্রিয়াটি নিয়ে গবেষণা করার জন্য একটি প্রকল্প তৈরি করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, মহাকাশ বিজ্ঞানী এবং শিল্পীদের একটি দলকে একত্রিত করেছেন।

এদিকে, মঙ্গলে প্রাণ আছে কি না, তা নিয়ে জোর চর্চা চলছেই। সেই আবহেই ন্যাশনাল সায়েন্স রিভিউতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে মঙ্গলে একটি সমুদ্রের হদিশ পাওয়া গিয়েছে।