০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পায়ের শিরা কেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার
  • / 134

 

 

আরও পড়ুন: মুসলিম যুবককে ঘিরে ধরে নৃশংস আক্রমণ, গুরুতর আহত মুয়েব

 

আরও পড়ুন: কেবিসির মঞ্চে কোটিপতি অষ্টম শ্রেনীর পড়ুয়া, বালকের প্রতিভায় উচ্ছ্বসিত অমিতাভ

 

আরও পড়ুন: শুটিং সেটে আহত অভিনেতা অমিতাভ বচ্চন

 

পুবের কলম ওয়েবডেস্ক:  পায়ের শিরা কেটে গিয়ে গলগল করে রক্তপাত। হাসপাতালে ভর্তি করতে হল বিগ বি অমিতাভ বচ্চনকে। রক্ত বন্ধ করতে গোটা চারেক স্টিচও পড়েছে। নিজের ব্লগে শাহেনশা লিখেছেন প্রচুর রক্তপাত হয়েছে, ওটিতে নিয়ে গিয়ে সেলাই করতে হয়েছে। তবে তিনি ঘাবড়ে যাননি। আপাতত হাঁটাচলা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  বিগ বি  দূর্ঘটনার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তবে অমিতাভ নিজেই সবাইকে আশ্বস্ত করেছেন তিনি আপাতত সুস্থই আছেন।

ধাতব কোন কিছুর আঘাতে বাঁ পায়ের  কাফ পায়ের কাফ মাসলে চোট লাগে। শিরা কেটে শুরু হয় অবিরাম রক্তপাত। কৌন বনেগা ক্রোড়পতির সেটে ঘটে যায় এই বিপত্তি। এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসকদেরও ধন্যবাদ জানান অমিতাভ । দৌড়ে কেবিসি-র সেটে ঢোকার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন অমিতাভ। জানান, সেটের এক ধাতব বস্তুতে ধাক্কা খেয়ে তাঁর বা পায়ের কাফ মাসেলে আঘাত লাগে। তাতেই একটি শিরা কেটে যায়

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পায়ের শিরা কেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: মুসলিম যুবককে ঘিরে ধরে নৃশংস আক্রমণ, গুরুতর আহত মুয়েব

 

আরও পড়ুন: কেবিসির মঞ্চে কোটিপতি অষ্টম শ্রেনীর পড়ুয়া, বালকের প্রতিভায় উচ্ছ্বসিত অমিতাভ

 

আরও পড়ুন: শুটিং সেটে আহত অভিনেতা অমিতাভ বচ্চন

 

পুবের কলম ওয়েবডেস্ক:  পায়ের শিরা কেটে গিয়ে গলগল করে রক্তপাত। হাসপাতালে ভর্তি করতে হল বিগ বি অমিতাভ বচ্চনকে। রক্ত বন্ধ করতে গোটা চারেক স্টিচও পড়েছে। নিজের ব্লগে শাহেনশা লিখেছেন প্রচুর রক্তপাত হয়েছে, ওটিতে নিয়ে গিয়ে সেলাই করতে হয়েছে। তবে তিনি ঘাবড়ে যাননি। আপাতত হাঁটাচলা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  বিগ বি  দূর্ঘটনার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তবে অমিতাভ নিজেই সবাইকে আশ্বস্ত করেছেন তিনি আপাতত সুস্থই আছেন।

ধাতব কোন কিছুর আঘাতে বাঁ পায়ের  কাফ পায়ের কাফ মাসলে চোট লাগে। শিরা কেটে শুরু হয় অবিরাম রক্তপাত। কৌন বনেগা ক্রোড়পতির সেটে ঘটে যায় এই বিপত্তি। এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসকদেরও ধন্যবাদ জানান অমিতাভ । দৌড়ে কেবিসি-র সেটে ঢোকার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন অমিতাভ। জানান, সেটের এক ধাতব বস্তুতে ধাক্কা খেয়ে তাঁর বা পায়ের কাফ মাসেলে আঘাত লাগে। তাতেই একটি শিরা কেটে যায়