১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আরিয়ানের ১৪ দিনের জেল হেফাজত, আজ শুনানি অন্তর্বর্তী জামিনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 70

পুবের কলম, ওয়েবডেস্কঃ  মাদক কান্ডে জামিন পেলেন না  বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এনসিবি  হেফাজত থেকে এবার  তার ঠাঁই  হল  জেলে। বৃহস্পতিবার ৭ অক্টোবর   আরিয়ানকে  আদালতে  পেশ করে  নারকোটিক্স  কনট্রোল ব্যুরো। এনসিবি  ফের আরিয়ানের  হেফাজত  চাইলে, না নাকচ করে  দেন বিচারপতি। তিনি  জানান নিজেদের  হেফাজতে  রেখে   জেরা করার মত যথেষ্ট  সময় এনসিবি  পেয়েছে। এরপরেই আরিয়ানের ১৪ দিনের  জেল হেফাজত  দেন বিচারপতি। 

আরিয়ানের  অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আজ শুক্রবার বেলা ১১টায়।

উল্লেখ্য, গত শনিবার  গোয়ার প্রমোদতরী কর্ডেলিয়া থেকে শাহরুখ  পুত্র  আর ৬ বন্ধু কে রেভ পার্টি  থেকে  আটক করে  এনসিবি,  এরপর ১৬ ঘন্টা  জেরার শেষে রবিবার  গ্রেফতার করা হয়  আরিয়ান ও তার বন্ধুদের। সেই  থেকে  এনসিবি হেফাজতেই রয়েছেন আরিয়ান। খান পরিবারের এই দুঃসময়ে  বলিউডের অনেকেই তাদের  পাশে  দাঁড়িয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরিয়ানের ১৪ দিনের জেল হেফাজত, আজ শুনানি অন্তর্বর্তী জামিনের

আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  মাদক কান্ডে জামিন পেলেন না  বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এনসিবি  হেফাজত থেকে এবার  তার ঠাঁই  হল  জেলে। বৃহস্পতিবার ৭ অক্টোবর   আরিয়ানকে  আদালতে  পেশ করে  নারকোটিক্স  কনট্রোল ব্যুরো। এনসিবি  ফের আরিয়ানের  হেফাজত  চাইলে, না নাকচ করে  দেন বিচারপতি। তিনি  জানান নিজেদের  হেফাজতে  রেখে   জেরা করার মত যথেষ্ট  সময় এনসিবি  পেয়েছে। এরপরেই আরিয়ানের ১৪ দিনের  জেল হেফাজত  দেন বিচারপতি। 

আরিয়ানের  অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আজ শুক্রবার বেলা ১১টায়।

উল্লেখ্য, গত শনিবার  গোয়ার প্রমোদতরী কর্ডেলিয়া থেকে শাহরুখ  পুত্র  আর ৬ বন্ধু কে রেভ পার্টি  থেকে  আটক করে  এনসিবি,  এরপর ১৬ ঘন্টা  জেরার শেষে রবিবার  গ্রেফতার করা হয়  আরিয়ান ও তার বন্ধুদের। সেই  থেকে  এনসিবি হেফাজতেই রয়েছেন আরিয়ান। খান পরিবারের এই দুঃসময়ে  বলিউডের অনেকেই তাদের  পাশে  দাঁড়িয়েছেন।