০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হরভজনকে দেখেই স্পিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন অশ্বিন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্ক ঃ কানপুরে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এই ম্যাচে মোট ৬টি উইকেট দখল করেন  ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।  তিনি  এখন  টেস্ট ক্রিকেটে দেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এখনও  পর্যন্ত অশ্বিন ৮০ টি টেস্ট খেলে  ৪১৯টি উইকেট দখল  করেছেন। কানপুর টেস্টের পরে সেই অশ্বিন জানান– হরভজনের বোলিং দেখে স্পিন বল করার সিদ্ধান্ত নেন।

বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে যেখানে কানপুর টেস্টের নায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা  বলতে দেখা যাচ্ছে অশ্বিনকে। সেখানে  হরভজন  সিংকে  টপকে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া প্রসঙ্গে অশ্বিন বলেন– ‘আমি যে অনুশীলন করছি– সেটাই উইকেট সংখ্যার মধ্যে  প্রতিফলিত হচ্ছে। ২০০১ সালে অস্ট্রেলিয়ায় হরভজনের বোলিং দেখার  পরেই স্পিন বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

একই সঙ্গে অশ্বিন  আরও বলেন– ‘গত  ফেব্রুয়ারি  মাসের পরে আর কোনও টেস্ট খেলিনি আমি। আর  তখন  তো শুধুমাত্র টেস্টই  খেলতাম। খুব দ্বিধায়  পড়ে গিয়েছিলাম যে আদৌ আর দেশের  হয়ে টেস্ট খেলতে পারব কি না। নিজেও বুঝতে পারছিলাম না–  কি  সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ। জীবন পাল্টে দেওয়ার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ’

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরভজনকে দেখেই স্পিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন অশ্বিন

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ কানপুরে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এই ম্যাচে মোট ৬টি উইকেট দখল করেন  ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।  তিনি  এখন  টেস্ট ক্রিকেটে দেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এখনও  পর্যন্ত অশ্বিন ৮০ টি টেস্ট খেলে  ৪১৯টি উইকেট দখল  করেছেন। কানপুর টেস্টের পরে সেই অশ্বিন জানান– হরভজনের বোলিং দেখে স্পিন বল করার সিদ্ধান্ত নেন।

বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে যেখানে কানপুর টেস্টের নায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা  বলতে দেখা যাচ্ছে অশ্বিনকে। সেখানে  হরভজন  সিংকে  টপকে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া প্রসঙ্গে অশ্বিন বলেন– ‘আমি যে অনুশীলন করছি– সেটাই উইকেট সংখ্যার মধ্যে  প্রতিফলিত হচ্ছে। ২০০১ সালে অস্ট্রেলিয়ায় হরভজনের বোলিং দেখার  পরেই স্পিন বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

একই সঙ্গে অশ্বিন  আরও বলেন– ‘গত  ফেব্রুয়ারি  মাসের পরে আর কোনও টেস্ট খেলিনি আমি। আর  তখন  তো শুধুমাত্র টেস্টই  খেলতাম। খুব দ্বিধায়  পড়ে গিয়েছিলাম যে আদৌ আর দেশের  হয়ে টেস্ট খেলতে পারব কি না। নিজেও বুঝতে পারছিলাম না–  কি  সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ। জীবন পাল্টে দেওয়ার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ’