০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এই প্রথম ৫০ এর নীচে, পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এল ভারত

সুস্মিতা
  • আপডেট : ৮ অগাস্ট ২০২১, রবিবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে সেরা ফল করলো ভারত। একটি সোনা, দুটি রুপো এবং চারটে ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এল ভারত।
মীরাবাঈ চানুর ভারোত্তোলনে রুপো দিয়ে শুরু টা ভারতের ভালোই হয়েছিল। কিন্তু একের পর এক ইভেন্টে হতাশা জনক পারফরম্যান্স ক্রমশ পদক তালিকায় নীচের দিকে ঠেলে দিচ্ছিল ভারতকে
চারটে ব্রোঞ্জ পেলেও সেই ভাবে পদক তালিকায় উন্নতি হয়নি।
শনিবার নীরজ চোপড়ার সোনা এক মুহূর্তে বদলে দিল সবকিছু। লন্ডন অলিম্পিকের ফলাফলকে ছাপিয়ে গেল টোকিও। একটা সোনা, দুটো রুপো, চারটে ব্রোঞ্জ নিয়ে ৪৭ নম্বরে শেষ করল ভারত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই প্রথম ৫০ এর নীচে, পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এল ভারত

আপডেট : ৮ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে সেরা ফল করলো ভারত। একটি সোনা, দুটি রুপো এবং চারটে ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এল ভারত।
মীরাবাঈ চানুর ভারোত্তোলনে রুপো দিয়ে শুরু টা ভারতের ভালোই হয়েছিল। কিন্তু একের পর এক ইভেন্টে হতাশা জনক পারফরম্যান্স ক্রমশ পদক তালিকায় নীচের দিকে ঠেলে দিচ্ছিল ভারতকে
চারটে ব্রোঞ্জ পেলেও সেই ভাবে পদক তালিকায় উন্নতি হয়নি।
শনিবার নীরজ চোপড়ার সোনা এক মুহূর্তে বদলে দিল সবকিছু। লন্ডন অলিম্পিকের ফলাফলকে ছাপিয়ে গেল টোকিও। একটা সোনা, দুটো রুপো, চারটে ব্রোঞ্জ নিয়ে ৪৭ নম্বরে শেষ করল ভারত।