০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ সেরা অভিনেতা মনোনীত বলি তারকা আদিল হুসেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
  • / 84

পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এর সেরা অভিনেতা মনোনীত হলেন বলিউড তারকা আদিল হুসেন। ‘ফুটপ্রিন্ট অন ওয়াটার’ সিনেমার তথ্যচিত্রের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ট্যুইটারে নিজেই এই কথা জানিয়েছেন, বলিউড তারকা আদিল হুসেন। আদিল জানান, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩-এ ‘ফুটপ্রিন্ট অন ওয়াটার’ জন্য মনোনীত হয়েছেন তিনি।

‘ফুটপ্রিন্ট অন ওয়াটার’ একটি ইংরেজি সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাথালিয়া শ্যাম। অভিনয় করেছেন আদিল হুসেন, নিমিশা সাজায়ন, লিনা, ড্যানি সুরা।

আরও পড়ুন: বিশ্বব্যাঙ্কের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনয়ন দিলেন স্বয়ং বাইডেন

৫৯ বছরের বছর বয়সী অভিনেতা আদিল হুসেন বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমাতেও কাজ করেছেন। ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ এবং ‘লাইফ অফ পাই’-এর মতো ছবিতেও তাকে দেখা গেছে। এর আগেও ‘হোটেল স্যালভেশন’, ‘মাজ রাতি কেতকি’র জন্য ২০১৭ সালে আদিল হুসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ সেরা অভিনেতা মনোনীত বলি তারকা আদিল হুসেন

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এর সেরা অভিনেতা মনোনীত হলেন বলিউড তারকা আদিল হুসেন। ‘ফুটপ্রিন্ট অন ওয়াটার’ সিনেমার তথ্যচিত্রের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ট্যুইটারে নিজেই এই কথা জানিয়েছেন, বলিউড তারকা আদিল হুসেন। আদিল জানান, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩-এ ‘ফুটপ্রিন্ট অন ওয়াটার’ জন্য মনোনীত হয়েছেন তিনি।

‘ফুটপ্রিন্ট অন ওয়াটার’ একটি ইংরেজি সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাথালিয়া শ্যাম। অভিনয় করেছেন আদিল হুসেন, নিমিশা সাজায়ন, লিনা, ড্যানি সুরা।

আরও পড়ুন: বিশ্বব্যাঙ্কের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনয়ন দিলেন স্বয়ং বাইডেন

৫৯ বছরের বছর বয়সী অভিনেতা আদিল হুসেন বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমাতেও কাজ করেছেন। ‘দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ এবং ‘লাইফ অফ পাই’-এর মতো ছবিতেও তাকে দেখা গেছে। এর আগেও ‘হোটেল স্যালভেশন’, ‘মাজ রাতি কেতকি’র জন্য ২০১৭ সালে আদিল হুসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।