০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩৫০০ হত্যায় জড়িত শতায়ু নাৎসি রক্ষীর জেল!

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 70

পূবের কলম ওয়েবডেস্কঃ নাৎসিদের সাচসেনহাউসেন বন্দি শিবিরের রক্ষী ছিলেন জোসেফ স্কুয়েৎজ। হাজার হাজার নিরীহ মানুষ হত্যায় যুক্ত থাকার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হল ১০১ বছরের জোসেফের। জার্মানির বার্লিনের উত্তরে ওরানিয়েনবার্গে ছিল সাচসেনহাউসেন কনসেনট্রেশন ক্যাম্প।

 

আরও পড়ুন: সেনেগালে বিরোধী নেতার জেলে দেশ জুড়ে বিক্ষোভ, মৃত ৯

সেখানে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রক্ষী ছিলেন জোসেফ। সেসময় বয়স ছিল ২১ বছর। বর্তমানে ব্র্যান্ডেনবার্গ স্টেটে থাকেন। পেনশনে সংসার চালান। গত ২৭ জুন ছিল বিচারের শেষ দিন। শুনানিতে এসে জোসেফের দাবি, ‘আমি কিছুই করিনি। কেন আমি এখানে, জানি না।’ সরকারি কৌঁসুলির অভিযোগ, ‘সব জেনে-বুঝে ও স্বেচ্ছায় ৩৫১৮ বন্দির হত্যায় অংশ নিয়েছিলেন জোসেফ। ১৯৪২ সালে ফায়ারিং স্কোয়াডের সামনে বন্দিদের দাঁড় করিয়ে তাদের হত্যায় সাহায্য করেন।’

আরও পড়ুন: বিনা অপরাধেই ‘জেলবন্দি’ হতে পারেন আপনিও, নেপথ্যে কলকাতা পুরসভা 

 

আরও পড়ুন: মায়ানমারে ১১২ রোহিঙ্গার জেল

১৯৩৬ থেকে ১৯৪৫ সালে সাচসেনহাউসেন শিবিরে দুই লক্ষ ইহুদি, হিটলার-বিরোধী ও সমকামীদের বন্দি করা হয়। তাদের মধ্যে অন্তত ১০ হাজার জন মারা গেছেন। কেউ রোগে, অনাহারে ও অত্যধিক পরিশ্রম করে মারা যান। বন্দিদের কেউ কেউ চিকিৎসায় পরীক্ষার কাজে ব্যবহৃত হন। অবশেষে রুশ বাহিনী এসে শিবির থেকে বাকিদের উদ্ধার করে। ২য় বিশ্বযুদ্ধ শেষে জোসেফকে রাশিয়ার বন্দি শিবিরে পাঠানো হয়। পরে জার্মানি ফিরে তিনি চাষবাস শুরু করেন।

 

২০২১ থেকে শুনানি শুরু হলেও তার অসুস্থতার কারণে বারবার পিছিয়েছে। বয়সের কারণে সম্ভবত জেলে পাঠানো হবে না জোসেফকে। জার্মান আদালতে এর আগে কখনও কোনও শতবর্ষী নাৎসি বিচারের মুখোমুখি হননি। বিচারক উডো লেচটারমান জোসেফকে বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে ১৯৪২ থেকে প্রায় ৩ বছর বন্দিশিবিরে কাজ করেছিলেন জোসেফ। জোসেফ স্বেচ্ছায় গণহত্যাকে সমর্থন করেছিলেন।’

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৫০০ হত্যায় জড়িত শতায়ু নাৎসি রক্ষীর জেল!

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ নাৎসিদের সাচসেনহাউসেন বন্দি শিবিরের রক্ষী ছিলেন জোসেফ স্কুয়েৎজ। হাজার হাজার নিরীহ মানুষ হত্যায় যুক্ত থাকার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হল ১০১ বছরের জোসেফের। জার্মানির বার্লিনের উত্তরে ওরানিয়েনবার্গে ছিল সাচসেনহাউসেন কনসেনট্রেশন ক্যাম্প।

 

আরও পড়ুন: সেনেগালে বিরোধী নেতার জেলে দেশ জুড়ে বিক্ষোভ, মৃত ৯

সেখানে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রক্ষী ছিলেন জোসেফ। সেসময় বয়স ছিল ২১ বছর। বর্তমানে ব্র্যান্ডেনবার্গ স্টেটে থাকেন। পেনশনে সংসার চালান। গত ২৭ জুন ছিল বিচারের শেষ দিন। শুনানিতে এসে জোসেফের দাবি, ‘আমি কিছুই করিনি। কেন আমি এখানে, জানি না।’ সরকারি কৌঁসুলির অভিযোগ, ‘সব জেনে-বুঝে ও স্বেচ্ছায় ৩৫১৮ বন্দির হত্যায় অংশ নিয়েছিলেন জোসেফ। ১৯৪২ সালে ফায়ারিং স্কোয়াডের সামনে বন্দিদের দাঁড় করিয়ে তাদের হত্যায় সাহায্য করেন।’

আরও পড়ুন: বিনা অপরাধেই ‘জেলবন্দি’ হতে পারেন আপনিও, নেপথ্যে কলকাতা পুরসভা 

 

আরও পড়ুন: মায়ানমারে ১১২ রোহিঙ্গার জেল

১৯৩৬ থেকে ১৯৪৫ সালে সাচসেনহাউসেন শিবিরে দুই লক্ষ ইহুদি, হিটলার-বিরোধী ও সমকামীদের বন্দি করা হয়। তাদের মধ্যে অন্তত ১০ হাজার জন মারা গেছেন। কেউ রোগে, অনাহারে ও অত্যধিক পরিশ্রম করে মারা যান। বন্দিদের কেউ কেউ চিকিৎসায় পরীক্ষার কাজে ব্যবহৃত হন। অবশেষে রুশ বাহিনী এসে শিবির থেকে বাকিদের উদ্ধার করে। ২য় বিশ্বযুদ্ধ শেষে জোসেফকে রাশিয়ার বন্দি শিবিরে পাঠানো হয়। পরে জার্মানি ফিরে তিনি চাষবাস শুরু করেন।

 

২০২১ থেকে শুনানি শুরু হলেও তার অসুস্থতার কারণে বারবার পিছিয়েছে। বয়সের কারণে সম্ভবত জেলে পাঠানো হবে না জোসেফকে। জার্মান আদালতে এর আগে কখনও কোনও শতবর্ষী নাৎসি বিচারের মুখোমুখি হননি। বিচারক উডো লেচটারমান জোসেফকে বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে ১৯৪২ থেকে প্রায় ৩ বছর বন্দিশিবিরে কাজ করেছিলেন জোসেফ। জোসেফ স্বেচ্ছায় গণহত্যাকে সমর্থন করেছিলেন।’