১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে ওষুধ খেয়েই সারবে করোনা, আশা দেখাচ্ছে ফাইজার !

মাসুদ আলি
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 86

পুবের কলম ওয়েবডেস্ক : টিকাতেও আটকানো যাচ্ছে না করোনা। এবার ওষুধের অপেক্ষায় দিন গুনছেন অনেকেই।এরই মধ্যে কিছু সংস্থা ওষুধ নিয়ে শোনাচ্ছে আশার কথা।এবার সেই ওষুধের দৌড়ে নামল ফাইজার।আগেই বাজারে করোনার প্রতিষেধক এনেছে এই সংস্থা। এবার সেই সংস্থার দাবি, করোনার নতুন ওষুধ নিয়ে আসছে তারা। এই ওষুধে রোগীর মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে আমেরিকায় করোনার চিকিৎসায় ইঞ্জেকশন ব্যবহার করা হয়। এরই মধ্যে আর এক সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি আরও একটি ওষুধ খতিয়ে দেখছেন মার্কিন গবেষকরা। এমনকি সেই ওষুধে অনুমোদনও দিয়ে দিয়েছে ব্রিটেন। তাই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে চায় না ফাইজার। করোনা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে ফাইজারের তৈরি ওষুধ।এমনটাই দাবি তাদের।

আরও পড়ুন: কেন্দ্রের পোর্টালে বাংলার কোভিড তথ্য আপলোড নিয়ে শুরু হয়েছে জল্পনা! মুখে কুলুপ স্বাস্থ্য ভবন

৭৭৫ জনের রোগীর ওপর প্রাথমিকভাবে ওই ওষুধের পরীক্ষা করেছে ফাইজার। দেখা গিয়েছে মৃত্যু হয়নি কারও। এক শতাংশের কম রোগীর ক্ষেত্রে হাসপাতাযে ভর্তি করার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে ওই সংস্থা। জনা গিয়েছে, ওই ওষুধের ব্র্যান্ড নেম হবে, পাক্সলোভিড। দিনে দুবার তিনটি করে ওষুধ খাওয়াতে হবে রোগীকে। এই ওষুধ খেলে কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি সংস্থার তরফে। মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের মোলনুপিরাভির নামে একটি ওষুধ নিয়ে গবেষণা চলছিল অনেক দিন ধরেই। এবার সেই ওষুধই অনুমোদন পেয়েছে ব্রিটেনে।নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষা করার বা করোনার উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যেই এই ওষুধ খেতে হবে।

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের করতে হবে কোভিড পরীক্ষা!

আরও পড়ুন: ভারতে ঊর্ধ্বমুখী কোভিড, উদ্বেগ বাড়াচ্ছে কেরল এবং গুজরাত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়িতে ওষুধ খেয়েই সারবে করোনা, আশা দেখাচ্ছে ফাইজার !

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : টিকাতেও আটকানো যাচ্ছে না করোনা। এবার ওষুধের অপেক্ষায় দিন গুনছেন অনেকেই।এরই মধ্যে কিছু সংস্থা ওষুধ নিয়ে শোনাচ্ছে আশার কথা।এবার সেই ওষুধের দৌড়ে নামল ফাইজার।আগেই বাজারে করোনার প্রতিষেধক এনেছে এই সংস্থা। এবার সেই সংস্থার দাবি, করোনার নতুন ওষুধ নিয়ে আসছে তারা। এই ওষুধে রোগীর মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে আমেরিকায় করোনার চিকিৎসায় ইঞ্জেকশন ব্যবহার করা হয়। এরই মধ্যে আর এক সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি আরও একটি ওষুধ খতিয়ে দেখছেন মার্কিন গবেষকরা। এমনকি সেই ওষুধে অনুমোদনও দিয়ে দিয়েছে ব্রিটেন। তাই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে চায় না ফাইজার। করোনা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে ফাইজারের তৈরি ওষুধ।এমনটাই দাবি তাদের।

আরও পড়ুন: কেন্দ্রের পোর্টালে বাংলার কোভিড তথ্য আপলোড নিয়ে শুরু হয়েছে জল্পনা! মুখে কুলুপ স্বাস্থ্য ভবন

৭৭৫ জনের রোগীর ওপর প্রাথমিকভাবে ওই ওষুধের পরীক্ষা করেছে ফাইজার। দেখা গিয়েছে মৃত্যু হয়নি কারও। এক শতাংশের কম রোগীর ক্ষেত্রে হাসপাতাযে ভর্তি করার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে ওই সংস্থা। জনা গিয়েছে, ওই ওষুধের ব্র্যান্ড নেম হবে, পাক্সলোভিড। দিনে দুবার তিনটি করে ওষুধ খাওয়াতে হবে রোগীকে। এই ওষুধ খেলে কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি সংস্থার তরফে। মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের মোলনুপিরাভির নামে একটি ওষুধ নিয়ে গবেষণা চলছিল অনেক দিন ধরেই। এবার সেই ওষুধই অনুমোদন পেয়েছে ব্রিটেনে।নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষা করার বা করোনার উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যেই এই ওষুধ খেতে হবে।

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের করতে হবে কোভিড পরীক্ষা!

আরও পড়ুন: ভারতে ঊর্ধ্বমুখী কোভিড, উদ্বেগ বাড়াচ্ছে কেরল এবং গুজরাত