০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবিলম্বে নার্সিংয়ের শূন্যপদে নিয়োগের দাবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 40

পুবের কলম প্রতিবেদক: নার্সিং পাশ করার পর সরকারিভাবে চাকরিতে নিয়োগ করতে হবে। এমনই দাবিতে মঙ্গলবার পথে নামলেন কয়েক হাজার নার্সিং পাশ চাকরিপ্রার্থী। এদিন তাঁরা অভিযোগ করেন, জেএনএম, বিএসসি নার্সদের নিয়োগে গড়মিল হয়েছে। বেশি নম্বর পেয়ে চাকরি হয়নি, অথচ কম নম্বরে চাকরি হয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, একই দাবিতে গত মার্চে নার্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের বিক্ষোভ হয়েছিল স্বাস্থ্যভবনে। সেই আন্দোলন সামলাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয় পুলিশের। তারপর আগস্ট মাসে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা।   সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুত নিয়োগের বন্দোবস্ত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিক্ষোভে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা। এদিন অবশ্য আন্দোলন শুরু করার আগেই মহিলা পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

দাবি প্রসঙ্গে নার্সিং প্রশিক্ষণ প্রাপ্তরা জানান, রাজ্যে প্রায় ৬ হাজার ১৩৪ শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে ২ হাজার ৮০০ জন। অভিযোগ, জেনারেল ক্যাটাগরিতে অনেকেই রয়েছেন, যাঁরা পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েও সরকারি চাকরি পাননি। অনেকে আবার কম নম্বরেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন: শিন্ডের জায়গা নেবেন অজিত! দাবি উদ্ধব শিবিরের

আরও পড়ুন: তাপপ্রবাহের জের, জলের চাহিদা বাড়ছে শহরে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবিলম্বে নার্সিংয়ের শূন্যপদে নিয়োগের দাবি

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: নার্সিং পাশ করার পর সরকারিভাবে চাকরিতে নিয়োগ করতে হবে। এমনই দাবিতে মঙ্গলবার পথে নামলেন কয়েক হাজার নার্সিং পাশ চাকরিপ্রার্থী। এদিন তাঁরা অভিযোগ করেন, জেএনএম, বিএসসি নার্সদের নিয়োগে গড়মিল হয়েছে। বেশি নম্বর পেয়ে চাকরি হয়নি, অথচ কম নম্বরে চাকরি হয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, একই দাবিতে গত মার্চে নার্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের বিক্ষোভ হয়েছিল স্বাস্থ্যভবনে। সেই আন্দোলন সামলাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয় পুলিশের। তারপর আগস্ট মাসে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা।   সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুত নিয়োগের বন্দোবস্ত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিক্ষোভে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা। এদিন অবশ্য আন্দোলন শুরু করার আগেই মহিলা পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

দাবি প্রসঙ্গে নার্সিং প্রশিক্ষণ প্রাপ্তরা জানান, রাজ্যে প্রায় ৬ হাজার ১৩৪ শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে ২ হাজার ৮০০ জন। অভিযোগ, জেনারেল ক্যাটাগরিতে অনেকেই রয়েছেন, যাঁরা পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েও সরকারি চাকরি পাননি। অনেকে আবার কম নম্বরেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন: শিন্ডের জায়গা নেবেন অজিত! দাবি উদ্ধব শিবিরের

আরও পড়ুন: তাপপ্রবাহের জের, জলের চাহিদা বাড়ছে শহরে