পুবের কলম প্রতিবেদক: এবার কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হল। ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে আইনী রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
সেই রায়কে চ্যালেঞ্জ করে চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা করল ইডি। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
বেআইনি কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে একাধিক বার তলব ও জেরা করেছে ইডি। তাছাড়া সম্প্রতি মানেকা কলকাতা থেকে ব্যাঙ্ককে যাওয়ার সময়ে তাঁকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়। সেই নিয়েও আদালতে মামলা হয়েছে।
মেনকা গম্ভীরকে দেওয়া সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে। ডিভিশন বেঞ্চে আবেদন করেছে ইডি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মেনকা গম্ভীরকে কলকাতায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল ইডিকে।
কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এইরকম নির্দেশ রয়েছে সিঙ্গেল বেঞ্চের। সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। কলকাতা হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দেয়।
আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।




























