১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

একই রকম ভাবে নভি মুম্বইয়ের দুই পরিবারের ৫ বালিকা নিখোঁজ

সামিমা এহসানা
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
  • / 37

পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে একটি হোম থেকে বেশ কয়েকজন কিশোরীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা শিরোনাম দখল করেছিল। এবার আরও একটি ডবল ইঞ্জিন রাজ্যে ঘটল একই ধরণের ঘটনা। মহারাষ্ট্রের নাভি মুম্বইয়ের তালোজা এলাকায় দুটি পরিবারের মোট ৫ বালিকা নিখোঁজ হয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটল তার হদিশ এখনও দিতে পারেনি পুলিশ।

সোমবার পুলিশ জানায় ওই ৫ বালিকা লাকি কমপ্লেক্স থেকেই নিখোঁজ হয়েছে। ১৪ ও ১৬ বছরের দুই বোন শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল। তারা আর ফিরে আসেনি। ওই এলাকারই আরও একটি পরিবারের তিন কন্যা একই দিনে নিখোঁজ হয়েছে। তাদের বয়স ৫, ৭ ও ১৪। মামলা দায়ের করা হয়েছে। এটা অপহরণের ঘটনা বলে মনে করছে পুলিশ। কিন্তু কে বা কারা তাদেরকে অপহরণ করেছে তা নিয়ে একটি বাক্যও বলতে পারেনি তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান যে শুধু দেওয়ালেই রয়ে গেছে, মানুষের মনে গাঁথেনি, তা আবারও প্রমাণ হল এই ঘটনায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একই রকম ভাবে নভি মুম্বইয়ের দুই পরিবারের ৫ বালিকা নিখোঁজ

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে একটি হোম থেকে বেশ কয়েকজন কিশোরীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা শিরোনাম দখল করেছিল। এবার আরও একটি ডবল ইঞ্জিন রাজ্যে ঘটল একই ধরণের ঘটনা। মহারাষ্ট্রের নাভি মুম্বইয়ের তালোজা এলাকায় দুটি পরিবারের মোট ৫ বালিকা নিখোঁজ হয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটল তার হদিশ এখনও দিতে পারেনি পুলিশ।

সোমবার পুলিশ জানায় ওই ৫ বালিকা লাকি কমপ্লেক্স থেকেই নিখোঁজ হয়েছে। ১৪ ও ১৬ বছরের দুই বোন শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল। তারা আর ফিরে আসেনি। ওই এলাকারই আরও একটি পরিবারের তিন কন্যা একই দিনে নিখোঁজ হয়েছে। তাদের বয়স ৫, ৭ ও ১৪। মামলা দায়ের করা হয়েছে। এটা অপহরণের ঘটনা বলে মনে করছে পুলিশ। কিন্তু কে বা কারা তাদেরকে অপহরণ করেছে তা নিয়ে একটি বাক্যও বলতে পারেনি তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান যে শুধু দেওয়ালেই রয়ে গেছে, মানুষের মনে গাঁথেনি, তা আবারও প্রমাণ হল এই ঘটনায়।