০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মিশরে প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ১৫ বছরের জেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
  • / 78

পুবের কলম, ওয়েবডেস্কঃ  মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদেল মোনেম আবুল ফোতুহ এবং মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায় চাপিয়ে দেওয়া হয়েছে। রবিবার আবদেল মোনেমকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এখন তাঁর বয়স ৭০। তাঁর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে।

 একই দিনে আবুল ফোতুহের স্ট্রং ইজিপ্ট পার্টির উপ-প্রধান মুহাম্মদ আল-কাসাসকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মিশরের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রাক্তন শীর্ষনেতা মাহমুদ এজ্জাতকে দেওয়া হয়েছে ১৫ বছরের সাজা। ইতিমধ্যে অন্যান্য রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। একই অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড পেয়েছেন মোয়াজ আল-শারকাউই। মিশরীয় আদালতের এমন রায়ের নিন্দা জানিয়ে ন্যায়বিচার নিশ্চিতের আহ´ান জানিয়েছে সেদেশের অধিকার গোষ্ঠীগুলো।

আরও পড়ুন: সেনেগালে বিরোধী নেতার জেলে দেশ জুড়ে বিক্ষোভ, মৃত ৯

আবুল ফোতুহ এবং এল-কাসাসের মতো ব্যক্তিদের গ্রেফতারে বর্তমান সরকারের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্লেষকরা বলছেন, এই বিচার ভিন্নমতের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নের অংশ যা শুধুমাত্র ইসলামপন্থী রাজনৈতিক বিরোধীদেরকে টার্গেট করে নয় বরং গণতন্ত্রপন্থী কর্মী ও সাংবাদিকদেরও লক্ষ্য করেও চলছে।

আরও পড়ুন: বিনা অপরাধেই ‘জেলবন্দি’ হতে পারেন আপনিও, নেপথ্যে কলকাতা পুরসভা 

 

আরও পড়ুন: মায়ানমারে ১১২ রোহিঙ্গার জেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিশরে প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ১৫ বছরের জেল

আপডেট : ৩০ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদেল মোনেম আবুল ফোতুহ এবং মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায় চাপিয়ে দেওয়া হয়েছে। রবিবার আবদেল মোনেমকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এখন তাঁর বয়স ৭০। তাঁর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে।

 একই দিনে আবুল ফোতুহের স্ট্রং ইজিপ্ট পার্টির উপ-প্রধান মুহাম্মদ আল-কাসাসকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মিশরের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রাক্তন শীর্ষনেতা মাহমুদ এজ্জাতকে দেওয়া হয়েছে ১৫ বছরের সাজা। ইতিমধ্যে অন্যান্য রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। একই অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড পেয়েছেন মোয়াজ আল-শারকাউই। মিশরীয় আদালতের এমন রায়ের নিন্দা জানিয়ে ন্যায়বিচার নিশ্চিতের আহ´ান জানিয়েছে সেদেশের অধিকার গোষ্ঠীগুলো।

আরও পড়ুন: সেনেগালে বিরোধী নেতার জেলে দেশ জুড়ে বিক্ষোভ, মৃত ৯

আবুল ফোতুহ এবং এল-কাসাসের মতো ব্যক্তিদের গ্রেফতারে বর্তমান সরকারের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্লেষকরা বলছেন, এই বিচার ভিন্নমতের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নের অংশ যা শুধুমাত্র ইসলামপন্থী রাজনৈতিক বিরোধীদেরকে টার্গেট করে নয় বরং গণতন্ত্রপন্থী কর্মী ও সাংবাদিকদেরও লক্ষ্য করেও চলছে।

আরও পড়ুন: বিনা অপরাধেই ‘জেলবন্দি’ হতে পারেন আপনিও, নেপথ্যে কলকাতা পুরসভা 

 

আরও পড়ুন: মায়ানমারে ১১২ রোহিঙ্গার জেল