হাওড়া স্টেশনে গঙ্গাসাগর মেলা ক্যাম্পে দুর্ঘটনা, তীর্থযাত্রীদের বাসের পিছনে ব্রেক ফেল করে ধাক্কা মারল বাসের জখম ৪
- আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 28
আইভি আদক, হাওড়া: হাওড়া স্টেশনে গঙ্গাসাগর মেলার ক্যাম্পের সামনে বড়সড় দুর্ঘটনা। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের নামিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ব্রেক ফেল করে সজোরে ধাক্কা মারল বেসরকারি রুটের বাস।
জখম ৪ জনকে আনা হলো হাওড়া জেলা হাসপাতালে। শনিবার বিকেলে হাওড়া বাসস্ট্যান্ডে গঙ্গাসাগরের ক্যাম্পের সামনে ঘটে ওই দুর্ঘটনা। গঙ্গাসাগর থেকে আসা একটি বাস যাত্রী নামিয়ে দাঁড়িয়েছিল এবং তখনই শিয়ালদা থেকে আসা হাওড়া রুটের একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস সজোরে গঙ্গাসাগর থেকে আসা বাসের পিছনে ধাক্কা মারে
কয়েকজন জখম হয়।গঙ্গাসাগর থেকে আসা বাসে যাত্রী না থাকায় তারা রক্ষা পান। অন্যদিকে এই বাসটি না থাকলে অনেক পুণ্যার্থী দুর্ঘটনার কবলে পড়তেন বলে আশঙ্কা করা হচ্ছে।