০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চেলসিতে যোগ দিয়ে গোল লুকাকুর

সুস্মিতা
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
  • / 25

পুবের কলম ওয়েবডেস্ক: প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির হয়ে দ্বিতীয় দফার অভিষেকে নজর কাড়লেন রোমেলু লুকাকু। সুযোগ কাজে লাগালেন রিস জেমসও। চেনা আঙিনায় ম্যাচজুড়ে নিজেদের খুঁজে ফিরল আর্সেনাল। দাপুটে ফুটবলের পসরা মেলে রেখে লিগে আরও একটি দারুণ জয় তুলে নিল চেলসি। এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে চেলসি। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ ব্যবধানে হারিয়ে চলতি মরশুমে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিল ‘দ্য ব্লুজ’। লন্ডন ডার্বি দিয়ে হলো লুকাকুর ‘অভিষেক’। এবার পেলেন চেলসির জার্সি গায়ে প্রথম গোলের দেখাও। প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিল ব্রেন্টফোর্ডের কাছে, এবার চেলসির কাছে এই হার দলটিকে দিয়েছে বিরল এক বিস্বাদ। লিগের প্রথম দুই ম্যাচে হারের তেতো স্বাদ এ নিয়ে প্রিমিয়ার লিগ যুগে তৃতীয়বারের মতো চেখে দেখল দলটি। ম্যাচের পনেরো মিনিটেই ডান দিক দিয়ে জেমসের একটি পাসে ট্যাপ ইন করে আর্সেনালের জলে বল ঢুকিয়ে দেন রোমেলু লুকাকু। আর্সেনালের রক্ষণে চাপ ধরে রেখে ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় চেলসি। মার্কাস আলোনসো থেকে পাওয়া বল মাউন্ট বাড়ান ডান দিকে ফাঁকায় থাকা জেমসকে। দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন প্রথম গোলে অবদান রাখা এই ডিফেন্ডার। এদিকে আর্সেনালও শেষ দিকে মরণকামড় দেওয়ার মতো মনোভাবই দেখায়নি। রেগে মেগে সমর্থকরা মাঠ ছাড়েন খেলা শেষের আগেই।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চেলসিতে যোগ দিয়ে গোল লুকাকুর

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির হয়ে দ্বিতীয় দফার অভিষেকে নজর কাড়লেন রোমেলু লুকাকু। সুযোগ কাজে লাগালেন রিস জেমসও। চেনা আঙিনায় ম্যাচজুড়ে নিজেদের খুঁজে ফিরল আর্সেনাল। দাপুটে ফুটবলের পসরা মেলে রেখে লিগে আরও একটি দারুণ জয় তুলে নিল চেলসি। এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে চেলসি। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ ব্যবধানে হারিয়ে চলতি মরশুমে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিল ‘দ্য ব্লুজ’। লন্ডন ডার্বি দিয়ে হলো লুকাকুর ‘অভিষেক’। এবার পেলেন চেলসির জার্সি গায়ে প্রথম গোলের দেখাও। প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিল ব্রেন্টফোর্ডের কাছে, এবার চেলসির কাছে এই হার দলটিকে দিয়েছে বিরল এক বিস্বাদ। লিগের প্রথম দুই ম্যাচে হারের তেতো স্বাদ এ নিয়ে প্রিমিয়ার লিগ যুগে তৃতীয়বারের মতো চেখে দেখল দলটি। ম্যাচের পনেরো মিনিটেই ডান দিক দিয়ে জেমসের একটি পাসে ট্যাপ ইন করে আর্সেনালের জলে বল ঢুকিয়ে দেন রোমেলু লুকাকু। আর্সেনালের রক্ষণে চাপ ধরে রেখে ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় চেলসি। মার্কাস আলোনসো থেকে পাওয়া বল মাউন্ট বাড়ান ডান দিকে ফাঁকায় থাকা জেমসকে। দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন প্রথম গোলে অবদান রাখা এই ডিফেন্ডার। এদিকে আর্সেনালও শেষ দিকে মরণকামড় দেওয়ার মতো মনোভাবই দেখায়নি। রেগে মেগে সমর্থকরা মাঠ ছাড়েন খেলা শেষের আগেই।