২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরেই বাজারে আসছে গুগলের পিক্সেল ওয়াচ

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন টেক জায়ান্ট গুগল এবার বাজারে নিয়ে আসছে স্মার্ট ওয়াচ। সাধারণ আ্যনালগ বা ডিজিটাল রিস্ট ওয়াচের ধারণা এখন অতীত। এখন জামানা স্মাট ওয়াচের।

 

সম্প্রতি অনুষ্ঠিত গুগলের আইও সম্মেলনে প্রতিষ্ঠানটি ঘোষণা করে তাদের প্রথম স্মার্টওয়াচের। ডিভাইসটির নামকরণ করা হয়েছে পিক্সেল ওয়াচ।

গুগল বলছে, পিক্সেল ওয়াচে ফিটবিট সংযুক্ত থাকবে। এর ফলে হার্টরেট, স্বাস্থ্যগত পরিসংখ্যান এবং ঘুমের তথ্য জানা যাবে। সঙ্গে গুগলের অন্যান্য ফিচার তো থাকছেই। গোল মডেলের এই স্মার্টওয়াচের ব্যান্ড কাস্টমাইজ করেও কেনা যাবে
গুগলের প্রতিনিধি ওস্টারল বলেন, পিক্সেল ওয়াচের পুরোটাই তৈরি করেছে গুগল। অন্যান্য প্রতিষ্ঠান তাদের তৈরি ডিভাইসের কিছু অংশ অন্য প্রতিষ্ঠান দিয়ে তৈরি করে থাকে। তবে গুগল তাদের ওয়াচের ক্ষেত্রে তা করবে না।

স্মার্টফোন ছাড়াই এই স্মার্টওয়াচ থেকে টার্ন বাই টার্ন নেভিগেশন দেখে নেয়া যাবে। নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির সব স্মার্টহোম ডিভাইস। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে পিক্সেল ওয়াচ।

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউরোপজুড়ে মদ্যপানে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু হচ্ছে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছরেই বাজারে আসছে গুগলের পিক্সেল ওয়াচ

আপডেট : ২৫ মে ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন টেক জায়ান্ট গুগল এবার বাজারে নিয়ে আসছে স্মার্ট ওয়াচ। সাধারণ আ্যনালগ বা ডিজিটাল রিস্ট ওয়াচের ধারণা এখন অতীত। এখন জামানা স্মাট ওয়াচের।

 

সম্প্রতি অনুষ্ঠিত গুগলের আইও সম্মেলনে প্রতিষ্ঠানটি ঘোষণা করে তাদের প্রথম স্মার্টওয়াচের। ডিভাইসটির নামকরণ করা হয়েছে পিক্সেল ওয়াচ।

গুগল বলছে, পিক্সেল ওয়াচে ফিটবিট সংযুক্ত থাকবে। এর ফলে হার্টরেট, স্বাস্থ্যগত পরিসংখ্যান এবং ঘুমের তথ্য জানা যাবে। সঙ্গে গুগলের অন্যান্য ফিচার তো থাকছেই। গোল মডেলের এই স্মার্টওয়াচের ব্যান্ড কাস্টমাইজ করেও কেনা যাবে
গুগলের প্রতিনিধি ওস্টারল বলেন, পিক্সেল ওয়াচের পুরোটাই তৈরি করেছে গুগল। অন্যান্য প্রতিষ্ঠান তাদের তৈরি ডিভাইসের কিছু অংশ অন্য প্রতিষ্ঠান দিয়ে তৈরি করে থাকে। তবে গুগল তাদের ওয়াচের ক্ষেত্রে তা করবে না।

স্মার্টফোন ছাড়াই এই স্মার্টওয়াচ থেকে টার্ন বাই টার্ন নেভিগেশন দেখে নেয়া যাবে। নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির সব স্মার্টহোম ডিভাইস। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে পিক্সেল ওয়াচ।