২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রেড রোডে পতাকা উত্তোলন রাজ্যপালের, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 126

প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোড-- (ছবি-সন্দীপ সাহা)

পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। বাংলাতেই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী । কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে রেড রোড চত্বর। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ।

এবারে রাজ্য সরকারের ট্যাবলোয় দুর্গাপুজোর থিম, যুব কল্যাণ দফতর। রয়েছে রাজ্য পুলিশের ট্যাবলোও। রেড রোডে সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছেন আড়াই হাজার পুলিশ কর্মী। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো।

আরও পড়ুন: SIR শুরু হওয়ার পর ২৮ জনের মৃত্যু! নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত’ সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সমরাস্ত্র প্রদর্শন করছে সেনাবাহিনী। বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড (উত্তর ও দক্ষিণমুখী), ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে হসপিটাল রোড (উত্তরমুখী), খিদিরপুর রোড (উত্তরমুখী), ডাফরিন রোড, কুইনস ওয়ে, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, মেয়ো রোড, (পশ্চিমমুখী), মেয়ো রোড (পূর্বমুখী), এবং আর অ্যাভিনিউ (পশ্চিমমুখী)। বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে আর আর অ্যাভিনিউ, জেএল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, জেএল নেহরু রোড, এজেসি বোস রোড, জর্জেস গেট রোড, ক্যাথিড্রাল রোড, জেএল নেহরু রোড, এজেস রাম্প, অকল্যান্ড রোড, গভমেন্ট প্লেস ইস্ট, বেন্টিঙ্ক স্ট্রিট রোড।

আরও পড়ুন: SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ  পদক পাচ্ছেন৷  পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি।

আরও পড়ুন: ১৬ দিনে নির্মাণ দুধিয়া ব্রিজ, জুড়ে গেল মিরিক-শিলিগুড়ি, পূর্ত দফতরকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেড রোডে পতাকা উত্তোলন রাজ্যপালের, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। বাংলাতেই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী । কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে রেড রোড চত্বর। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ।

এবারে রাজ্য সরকারের ট্যাবলোয় দুর্গাপুজোর থিম, যুব কল্যাণ দফতর। রয়েছে রাজ্য পুলিশের ট্যাবলোও। রেড রোডে সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছেন আড়াই হাজার পুলিশ কর্মী। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো।

আরও পড়ুন: SIR শুরু হওয়ার পর ২৮ জনের মৃত্যু! নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত’ সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সমরাস্ত্র প্রদর্শন করছে সেনাবাহিনী। বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড (উত্তর ও দক্ষিণমুখী), ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে হসপিটাল রোড (উত্তরমুখী), খিদিরপুর রোড (উত্তরমুখী), ডাফরিন রোড, কুইনস ওয়ে, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, মেয়ো রোড, (পশ্চিমমুখী), মেয়ো রোড (পূর্বমুখী), এবং আর অ্যাভিনিউ (পশ্চিমমুখী)। বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে আর আর অ্যাভিনিউ, জেএল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, জেএল নেহরু রোড, এজেসি বোস রোড, জর্জেস গেট রোড, ক্যাথিড্রাল রোড, জেএল নেহরু রোড, এজেস রাম্প, অকল্যান্ড রোড, গভমেন্ট প্লেস ইস্ট, বেন্টিঙ্ক স্ট্রিট রোড।

আরও পড়ুন: SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ  পদক পাচ্ছেন৷  পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি।

আরও পড়ুন: ১৬ দিনে নির্মাণ দুধিয়া ব্রিজ, জুড়ে গেল মিরিক-শিলিগুড়ি, পূর্ত দফতরকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর