১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“রেস্ট ইন পিস মেট’’ মৃত্যু নিয়েই শেষ ট্যুইট করেছিলেন শেন ওয়ার্ন

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মৃত্যু নিয়েই জীবনের শেষ ট্যুইটটি করে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। লিখেছিলেন মানুষের মৃত্যু কত কাছে, তা যদি মানুষ জানতো! কে জানতো এই ট্যুইটের মাত্র কয়েক ঘন্টা পরেই তিনি নিজেই পাড়ি দেবেন না ফেরার দেশে। তাঁকে নিয়ে শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব ট্যুইটে ভরিয়ে দেবে।

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

মাত্র ৫২ বছরে হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন অসি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বিলাসবহুল বাংলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ওয়ার্নের।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

এই শেনই নিজের ট্যুইটার পেজে শেষ ট্যুইটটি করেছিলেন আরেকটি মৃত্যুর সংবাদ নিয়ে। বৃহস্পতিবার রাতেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ান রডনি মার্শ। তার মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে টুইট করেছিলেন। ওয়ার্ন।

কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার রডনি মার্শের মৃত্যুর সংবাদ পেয়ে ওয়ার্ন লিখেছিলেন, ‘রড মার্শ না ফেরার দেশে চলে গেছেন, এই সংবাদ শুনে খুবই দুঃখ পেলাম। আমাদের সেরা এই খেলাটির একজন কিংবদন্তি ছিলেন তিনি। তিনি ছিলেন অনেক তরুণ ছেলে এবং মেয়ের অনুপ্রেরণার উৎস। রড (রডনি মার্শ) খুব গভীরভাবে ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেটারদেরকে তিনি বিশেষ অনেক কিছু দিয়েছেন। রড এবং তার পরিবারের জন্য আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। রেস্ট ইন পিস মেট!’

মেট মানে সতীর্থ, মাঝে মাত্র কয়েকঘন্টার ব্যবধান না ফেরার দেশে রডনির সতীর্থ হলেন শেন।

 

 

 

সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“রেস্ট ইন পিস মেট’’ মৃত্যু নিয়েই শেষ ট্যুইট করেছিলেন শেন ওয়ার্ন

আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মৃত্যু নিয়েই জীবনের শেষ ট্যুইটটি করে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। লিখেছিলেন মানুষের মৃত্যু কত কাছে, তা যদি মানুষ জানতো! কে জানতো এই ট্যুইটের মাত্র কয়েক ঘন্টা পরেই তিনি নিজেই পাড়ি দেবেন না ফেরার দেশে। তাঁকে নিয়ে শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব ট্যুইটে ভরিয়ে দেবে।

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

মাত্র ৫২ বছরে হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন অসি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বিলাসবহুল বাংলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ওয়ার্নের।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

এই শেনই নিজের ট্যুইটার পেজে শেষ ট্যুইটটি করেছিলেন আরেকটি মৃত্যুর সংবাদ নিয়ে। বৃহস্পতিবার রাতেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ান রডনি মার্শ। তার মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে টুইট করেছিলেন। ওয়ার্ন।

কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার রডনি মার্শের মৃত্যুর সংবাদ পেয়ে ওয়ার্ন লিখেছিলেন, ‘রড মার্শ না ফেরার দেশে চলে গেছেন, এই সংবাদ শুনে খুবই দুঃখ পেলাম। আমাদের সেরা এই খেলাটির একজন কিংবদন্তি ছিলেন তিনি। তিনি ছিলেন অনেক তরুণ ছেলে এবং মেয়ের অনুপ্রেরণার উৎস। রড (রডনি মার্শ) খুব গভীরভাবে ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেটারদেরকে তিনি বিশেষ অনেক কিছু দিয়েছেন। রড এবং তার পরিবারের জন্য আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। রেস্ট ইন পিস মেট!’

মেট মানে সতীর্থ, মাঝে মাত্র কয়েকঘন্টার ব্যবধান না ফেরার দেশে রডনির সতীর্থ হলেন শেন।