১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তাবিত ডেউচা পাচামি শিল্পাঞ্চল নিয়ে দ্বিধাবিভক্ত আদিবাসী সমাজ

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 12

কৌশিক সালুই বীরভূমঃ স্থানীয়দের হাতে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের প্যাকেজের নথি তুলে দেওয়ার পর আদিবাসী সমাজের একাংশের বৈঠক। বৃহস্পতিবার হরিণসিঙ্গা ফুটবল ময়দানে এলাকার মাঝি হারামদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল নিয়ে বিশদে আলোচনা করে দ্বিমত পোষণ করেছেন উপস্থিত মানুষজন।

দেশের সর্ববৃহৎ প্রস্তাবিত ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল নিয়ে দ্বিধাবিভক্ত আদিবাসী সমাজ। এদিন হরিণসিঙ্গা ফুটবল ময়দানে স্থানীয় মাঝি হারামদের সঙ্গে এলাকাবাসীদের বৈঠক হয়। উপস্থিত ছিলেন আদিবাসী মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ভুক্ত মানুষেরা। এই আলোচনা সভা থেকে প্রস্তাবিত শিল্প নিয়ে বিরোধিতা করা হয়।

আরও পড়ুন: রাজ্যের শিল্প সম্ভাবনার ভবিষ্যতের আলো জ্বালবে দেওচা পাঁচামি

আরও পড়ুন: ডেউচা পাচামি: কয়লা শিল্পাঞ্চল এলাকায় বিরোধী আন্দোলনের প্রকৃতি বাঁচাও মহাসভায় ফাটল

হরিণসিঙ্গা মাঝি হারাম জোসেপ মারান্ডি বলেন,” এলাকাবাসীদের মতামত আমরা এখানেই জন্মগ্রহণ করেছি এবং এখানেই মরতে চায়। কোনো প্যাকেজ চায় না বা কোনো অধিগ্রহণও  চায় না। আমরা প্রস্তাবিত শিল্পের বিপক্ষে”। বীরভূম জেলার আদিবাসী উন্নয়ন গাঁওতা নেতা রবিন সরেন বলেন,” আমরা শিল্পের বিপক্ষে নয় এবং জোর করে জমি অধিগ্রহণের পক্ষেও নয়। সরকারের প্রস্তাবিত প্যাকেজ নিয়ে আতঙ্কিত এবং আশঙ্কায় আদিবাসী সমাজ। আমরা তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি”

আরও পড়ুন: ডেউচা পাচামি শিল্পাঞ্চল এলাকায় বিজেপির হাতে থাকা একমাত্র পঞ্চায়েত হাতছাড়া হল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রস্তাবিত ডেউচা পাচামি শিল্পাঞ্চল নিয়ে দ্বিধাবিভক্ত আদিবাসী সমাজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

কৌশিক সালুই বীরভূমঃ স্থানীয়দের হাতে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের প্যাকেজের নথি তুলে দেওয়ার পর আদিবাসী সমাজের একাংশের বৈঠক। বৃহস্পতিবার হরিণসিঙ্গা ফুটবল ময়দানে এলাকার মাঝি হারামদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল নিয়ে বিশদে আলোচনা করে দ্বিমত পোষণ করেছেন উপস্থিত মানুষজন।

দেশের সর্ববৃহৎ প্রস্তাবিত ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল নিয়ে দ্বিধাবিভক্ত আদিবাসী সমাজ। এদিন হরিণসিঙ্গা ফুটবল ময়দানে স্থানীয় মাঝি হারামদের সঙ্গে এলাকাবাসীদের বৈঠক হয়। উপস্থিত ছিলেন আদিবাসী মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ভুক্ত মানুষেরা। এই আলোচনা সভা থেকে প্রস্তাবিত শিল্প নিয়ে বিরোধিতা করা হয়।

আরও পড়ুন: রাজ্যের শিল্প সম্ভাবনার ভবিষ্যতের আলো জ্বালবে দেওচা পাঁচামি

আরও পড়ুন: ডেউচা পাচামি: কয়লা শিল্পাঞ্চল এলাকায় বিরোধী আন্দোলনের প্রকৃতি বাঁচাও মহাসভায় ফাটল

হরিণসিঙ্গা মাঝি হারাম জোসেপ মারান্ডি বলেন,” এলাকাবাসীদের মতামত আমরা এখানেই জন্মগ্রহণ করেছি এবং এখানেই মরতে চায়। কোনো প্যাকেজ চায় না বা কোনো অধিগ্রহণও  চায় না। আমরা প্রস্তাবিত শিল্পের বিপক্ষে”। বীরভূম জেলার আদিবাসী উন্নয়ন গাঁওতা নেতা রবিন সরেন বলেন,” আমরা শিল্পের বিপক্ষে নয় এবং জোর করে জমি অধিগ্রহণের পক্ষেও নয়। সরকারের প্রস্তাবিত প্যাকেজ নিয়ে আতঙ্কিত এবং আশঙ্কায় আদিবাসী সমাজ। আমরা তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি”

আরও পড়ুন: ডেউচা পাচামি শিল্পাঞ্চল এলাকায় বিজেপির হাতে থাকা একমাত্র পঞ্চায়েত হাতছাড়া হল