০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ইন্সস্টিটিউট অফ নিউরো সায়েন্স: লাফ দিয়ে নীচে পড়লেন রোগী, সেই রুদ্ধশ্বাস ভিডিও’র সাক্ষী পুবের কলম

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
- / 66
পুবের কলম প্রতিবেদক: লাফ দিয়ে নীচে পড়লেন রোগী। প্রায় দেড়ঘণ্টা পরে হাত ফসকে পড়ে যান ওই রোগী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
হাসপাতালের নীচে জাল পাতার আগেই কার্নিশ থেকে পড়ে গেলেন। প্রায় দেড় ঘন্টা ধরে এই ধরনের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতার রাজপথ।

ছবি- অভিজিত ভট্টাচার্য
বিভিন্নভাবে তাকে কার্নিশ থেকে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু ল্যাডার কাছে আসলেই রোগীর নামতে অনীহা প্রকাশ করে। কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট সব কিছু দিয়ে তাকে নামানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। কিন্ত শেষরক্ষা হল না। হাত ফসকে সামলাতে না পেরে নীচে পড়লেন রোগী।