১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামসেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরির হ্যাটট্রিক, ডার্বি জিতল এটিকে মোহনবাগান

মাসুদ আলি
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 55

ছবি : টুইটার

পুবের কলম ওয়েবডেস্ক :  আইএসএল এর ফিরতি ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গলকে চূর্ণ করে দিল এটিকে মোহনবাগান। গোয়ায় ৩-১ গোলে লাল হলুদ ব্রিগেডকে হারিয়ে দুরন্ত জয় তুলে নিল সবুজ মেরুন ব্রিগেড। অনেকদিন পর কিছুটা ইতিবাচক ফুটবল খেলছিল এস সি ইস্টবেঙ্গল। কিন্তু তা কার্যত বিফলে চলে গেল শেষ কিছু মিনিটের এটিকে মোহনবাগানের দুরন্ত ফুটবলে।

হ্যামস্ট্রিং চোটের জন্য এদিন এটিকে মোহনবাগানের হয়ে খেলতে পারেননি রয় কৃষ্ণা। কিন্তু তার অভাব পূরণ করে দিলেন ডেভিড উইলিয়ামস, হুগো বুমাস কোলাসোরা। ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। কিন্তু সেই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৬৪ মিনিটে কিয়ান নাসিরির গোলে সমতা ফেরায় এটিকে মোহনবাগান। এরপর পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। কিন্তু তা মিস করেন উইলিয়ামস। যখন ধরে নেওয়া হয়েছিল ম্যাচ হয়তো অমীমাংসিত থেকে যাবে, হঠাৎ করেই ম্যাচের ইনজুরি টাইমে জ্বলে উঠলেন ময়দানের বিখ্যাত জামশেদ নাসিরের ছেলে কিআন নাসিরি। পরপর দুটি গোল করলেন তিনি। তার হ্যাটট্রিকের সুবাদে এটিকে মোহনবাগান ৩-১ গোলে জিতে চমক দিয়ে দিল এটিকে মোহনবাগান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামসেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরির হ্যাটট্রিক, ডার্বি জিতল এটিকে মোহনবাগান

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  আইএসএল এর ফিরতি ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গলকে চূর্ণ করে দিল এটিকে মোহনবাগান। গোয়ায় ৩-১ গোলে লাল হলুদ ব্রিগেডকে হারিয়ে দুরন্ত জয় তুলে নিল সবুজ মেরুন ব্রিগেড। অনেকদিন পর কিছুটা ইতিবাচক ফুটবল খেলছিল এস সি ইস্টবেঙ্গল। কিন্তু তা কার্যত বিফলে চলে গেল শেষ কিছু মিনিটের এটিকে মোহনবাগানের দুরন্ত ফুটবলে।

হ্যামস্ট্রিং চোটের জন্য এদিন এটিকে মোহনবাগানের হয়ে খেলতে পারেননি রয় কৃষ্ণা। কিন্তু তার অভাব পূরণ করে দিলেন ডেভিড উইলিয়ামস, হুগো বুমাস কোলাসোরা। ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। কিন্তু সেই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৬৪ মিনিটে কিয়ান নাসিরির গোলে সমতা ফেরায় এটিকে মোহনবাগান। এরপর পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। কিন্তু তা মিস করেন উইলিয়ামস। যখন ধরে নেওয়া হয়েছিল ম্যাচ হয়তো অমীমাংসিত থেকে যাবে, হঠাৎ করেই ম্যাচের ইনজুরি টাইমে জ্বলে উঠলেন ময়দানের বিখ্যাত জামশেদ নাসিরের ছেলে কিআন নাসিরি। পরপর দুটি গোল করলেন তিনি। তার হ্যাটট্রিকের সুবাদে এটিকে মোহনবাগান ৩-১ গোলে জিতে চমক দিয়ে দিল এটিকে মোহনবাগান।