দুস্থ মানুষের পাশে ঈশ্বরীপুর বন্ধু মহল সোসাইটি, প্রায় পাঁচশো চশমা বিনামূল্যে বিতরণ

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 197

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.2935185, 0.50572914); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (13, 0); aec_lux: 182.4059; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 48;
মানবিক উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন করল ঈশ্বরীপুর বন্ধু মহল সোসাইটি। দুস্থ ও অসহায় মানুষের জন্য প্রায় পাঁচশোটি চশমা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রবিবার নদিয়ার হরিণঘাটার বামুনপাড়া জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হয় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা, মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান শিবির। আশপাশের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশ নেন এই অনুষ্ঠানে।
বন্ধু মহলের সম্পাদক মিনার হোসেন মণ্ডল বলেন, “বছরে কয়েকবার আমরা এমন কর্মসূচি আয়োজন করি। আমাদের লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা—তাতেই আসল আনন্দ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শিক্ষক এবাদত মণ্ডল, শিক্ষিকা তাসলিমা খাতুন, সাহিত্যিক সিরাজুল ইসলাম, বাচিক শিল্পী কবি সুমন বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক তাজেল আলি মন্ডল, আনিসুল মণ্ডল ও আজিম মোল্লা প্রমুখ।
এদিন সংস্থার পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এছাড়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।