১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমল পেট্রোল-ডিজেলের দাম, আজ থেকেই নতুন দাম কার্যকর

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যবিত্তকে কিছু স্বস্তি দিয়ে কমল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি ৪০ পয়সা করে দাম কমছে। ১ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। সাত মাস পর প্রথম পেট্রল-ডিজেলের দাম কমল দেশে। বেশ কিছু দিন ধরেই বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত রয়েছে৷ এমনকী তা আগের থেকে হ্রাস পেয়েছে৷ তাই দেশেও কমল জ্বালানির দাম।

গত ২২ মে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সারা দেশের পেট্রোল-ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছিল। তার পর থেকে সারা দেশের জ্বালানির দাম একই ছিল। সোমবার সকালেই জ্বালানির দামে পতনের পূর্বাভাস দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে বহুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম ব্যারের প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে।

আরও পড়ুন: মদ আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর ইরাকে

এই অবস্থায় পেট্রোল-ডিজেলের দাম সস্তায় পাওয়া যাবে বলে আশা ছিল সাধারণ মানুষের। এর পর সন্ধ্যায় ৪০ পয়সা দাম কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র।  সোমবার নয়াদিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯৬.৭২ টাকা, মুম্বইতে যা ছিল ১০৬.৩১ টাকা। পেট্রোলের জন্য কলকাতাবাসীর খরচ হচ্ছিল ১০৬.০৩ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১০২.৬৩ টাকা।

আরও পড়ুন: মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের ৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর

বেশ কিছু দিন ধরেই বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত রয়েছে৷ এমনকী তা আগের থেকে হ্রাস পেয়েছে৷ তাই দেশেও কমল জ্বালানির দাম
দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে। সোমবার সন্ধ্যায় বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৯২ ডলারের কাছাকাছি ছিল। চলতি বছরের শুরুতে, মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছিল ব্যারেল পিছু ১৩৯ ডলার।

আরও পড়ুন: দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি, প্রভাবশালী হলেও ছাড় নয়, এজেন্সিগুলিকে দাওয়াই মোদির

২০০৮ সালের পর এই দামই ছিল সর্বোচ্চ। রাশিয়া-উইক্রেন যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছিল বলে ধারণা করা হয়েছিল।
আন্তর্জাতিক ক্ষেত্রে ছয় মাসেরও বেশি সময় ধরে স্থিতিশীল থাকার পরে জ্বালানির দাম কমেছে। শেষ বার দাম কমেছিল গত ৭ এপ্রিল।

City Petrol Price (₹/L) Change (₹/L)*
কলকাতা- 106.03 0.00
গুয়াহাটি- 97.02 0.00
পটনা- 107.30 -0.82
বেঙ্গালুরু- 101.94 0.00
মুম্বই – 106.31 0.00
দিল্লি- 96.72 0.00
রাঁচি – 99.84 0.00
মহিশূর- 101.50 0.00
নাগপুর- 106.04 0.00
নাসিক- 106.51 0.62
নয়ডা- 96.65 -0.35
পুণে- 106.22 0.45
রায়পুর- 102.45 0.00
রাজকোট- 96.19 0.01
লখনউ- 96.57 -0.01
সালেম- 103.84 0.67
সিমলা- 98.59 1.34
শ্রীনগর- 101.74 0.00
সুরাট- 96.47 -0.16
থানে – 105.77 -0.20
তিরুঅনন্তপুরম- 107.44 -0.27
বদোদরা- 96.08 0.00
বারাণসী- 96.89 0.00
বিশাখাপত্তনম- 110.48 -0.34
গাজিয়াবাদ- 96.58 0.00
আহমেদাবাদ- 96.42 0.00
এলাহাবাদ – 97.46 0.80
ভূবনেশ্বর- 103.19 0.08
চণ্ডীগড়- 96.20 0.00
চেন্নাই- 102.63 0.00
কোয়েম্বাতুর- 103.21 0.04
দেরাদুন- 95.28 0.00
এরোডে- 103.27 -0.09
ফরিদাবাদ- 97.49 0.24
মাদুরাই- 103.35 -0.01
গুরুগ্রাম- 97.18 0.14
হায়দরাবাদ- 109.66 0.00
জয়পুর- 108.52 0.04
জম্মু- 97.50 -0.10
কানপুর- 96.27 -0.31
কোলাপুর- 107.45 0.98
কোঝিকোড়- 105.87 -0.40
আগ্রা – 96.63 0.12
লুধিয়ানা- 96.85 0.31

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমল পেট্রোল-ডিজেলের দাম, আজ থেকেই নতুন দাম কার্যকর

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যবিত্তকে কিছু স্বস্তি দিয়ে কমল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি ৪০ পয়সা করে দাম কমছে। ১ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। সাত মাস পর প্রথম পেট্রল-ডিজেলের দাম কমল দেশে। বেশ কিছু দিন ধরেই বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত রয়েছে৷ এমনকী তা আগের থেকে হ্রাস পেয়েছে৷ তাই দেশেও কমল জ্বালানির দাম।

গত ২২ মে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সারা দেশের পেট্রোল-ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছিল। তার পর থেকে সারা দেশের জ্বালানির দাম একই ছিল। সোমবার সকালেই জ্বালানির দামে পতনের পূর্বাভাস দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে বহুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম ব্যারের প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে।

আরও পড়ুন: মদ আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর ইরাকে

এই অবস্থায় পেট্রোল-ডিজেলের দাম সস্তায় পাওয়া যাবে বলে আশা ছিল সাধারণ মানুষের। এর পর সন্ধ্যায় ৪০ পয়সা দাম কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র।  সোমবার নয়াদিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯৬.৭২ টাকা, মুম্বইতে যা ছিল ১০৬.৩১ টাকা। পেট্রোলের জন্য কলকাতাবাসীর খরচ হচ্ছিল ১০৬.০৩ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১০২.৬৩ টাকা।

আরও পড়ুন: মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের ৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর

বেশ কিছু দিন ধরেই বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত রয়েছে৷ এমনকী তা আগের থেকে হ্রাস পেয়েছে৷ তাই দেশেও কমল জ্বালানির দাম
দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে। সোমবার সন্ধ্যায় বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৯২ ডলারের কাছাকাছি ছিল। চলতি বছরের শুরুতে, মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছিল ব্যারেল পিছু ১৩৯ ডলার।

আরও পড়ুন: দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি, প্রভাবশালী হলেও ছাড় নয়, এজেন্সিগুলিকে দাওয়াই মোদির

২০০৮ সালের পর এই দামই ছিল সর্বোচ্চ। রাশিয়া-উইক্রেন যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছিল বলে ধারণা করা হয়েছিল।
আন্তর্জাতিক ক্ষেত্রে ছয় মাসেরও বেশি সময় ধরে স্থিতিশীল থাকার পরে জ্বালানির দাম কমেছে। শেষ বার দাম কমেছিল গত ৭ এপ্রিল।

City Petrol Price (₹/L) Change (₹/L)*
কলকাতা- 106.03 0.00
গুয়াহাটি- 97.02 0.00
পটনা- 107.30 -0.82
বেঙ্গালুরু- 101.94 0.00
মুম্বই – 106.31 0.00
দিল্লি- 96.72 0.00
রাঁচি – 99.84 0.00
মহিশূর- 101.50 0.00
নাগপুর- 106.04 0.00
নাসিক- 106.51 0.62
নয়ডা- 96.65 -0.35
পুণে- 106.22 0.45
রায়পুর- 102.45 0.00
রাজকোট- 96.19 0.01
লখনউ- 96.57 -0.01
সালেম- 103.84 0.67
সিমলা- 98.59 1.34
শ্রীনগর- 101.74 0.00
সুরাট- 96.47 -0.16
থানে – 105.77 -0.20
তিরুঅনন্তপুরম- 107.44 -0.27
বদোদরা- 96.08 0.00
বারাণসী- 96.89 0.00
বিশাখাপত্তনম- 110.48 -0.34
গাজিয়াবাদ- 96.58 0.00
আহমেদাবাদ- 96.42 0.00
এলাহাবাদ – 97.46 0.80
ভূবনেশ্বর- 103.19 0.08
চণ্ডীগড়- 96.20 0.00
চেন্নাই- 102.63 0.00
কোয়েম্বাতুর- 103.21 0.04
দেরাদুন- 95.28 0.00
এরোডে- 103.27 -0.09
ফরিদাবাদ- 97.49 0.24
মাদুরাই- 103.35 -0.01
গুরুগ্রাম- 97.18 0.14
হায়দরাবাদ- 109.66 0.00
জয়পুর- 108.52 0.04
জম্মু- 97.50 -0.10
কানপুর- 96.27 -0.31
কোলাপুর- 107.45 0.98
কোঝিকোড়- 105.87 -0.40
আগ্রা – 96.63 0.12
লুধিয়ানা- 96.85 0.31