১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এ টি এম হ্যাকারকে চারদিনের ট্রানজিট রিমান্ডে নিল মহারাষ্ট্র পুলিশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 44

দেবশ্রী মজুমদার মুরারই, ডিসেম্বর: খবর পেয়ে এটিএম হ্যাকিং  কাণ্ডের চাঁই সেখ আসলামকে  চারদিনের ট্রানজিট  রিমান্ডে  নিয়ে গেল মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার রাতেই এই কাণ্ডে মহারাষ্ট্র থানার পুলিশ মুরারই থানার সাথে যোগাযোগ করে। কারণ এই আসলাম মহারাষ্ট্রেও একইভাবে এটিএম হ্যাক  করে। এটিএম হ্যাকিং  ডিভাইসে আসলাম বিশেষভাবে প্রশিক্ষিত বলে পুলিশ জানতে পারে। মহারাষ্ট্রে নিয়ে গিয়ে তদন্ত চালাবে মহারাষ্ট্রের পুলিশ।

উল্লেখ্য, অভিযান চালিয়ে অত্যন্ত তৎপরতার সাহায্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে  সবমাল  ভিন রাজ্যের তিন এটিএম হ্যাকারকে ধরে বীরভূম জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানা এলাকায়। ধৃতদের নাম আসলাম, আজারুদ্দিন ও তাসাবার হোসেন। এদের সকলের তাদের বাড়ি হরিয়ানায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৪৬ হাজার ৯০০টাকা, এটিএম মেশিন খোলার তিনটে চাবি, বিভিন্ন ব্যাঙ্কের ১৫ টি এটিএম কার্ড ও ৫টি সিমকার্ড।

আরও পড়ুন: মাথার দাম ছিল ৬ কোটি, মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ মাও নেতা ভূপতির

 

আরও পড়ুন: সরকারের সমালোচনা করার অধিকার আছে নাগরিকের, পুলিশকে শিক্ষিত হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

পুলিশ সুত্রে খবর ডিসেম্বরের তিন তারিখ বিকালে একটি চারচাকা গাড়িতে করে এই তিনজন একটি এটিএমের টাকা বহনকারী সংস্থার গাড়িকে ফলো করছিল। হরিয়ানা রাজ্যের গাড়ি ফলো করায় গাড়ীতে থাকা কর্মীদের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মুরারই থানার পুলিশ নলহাটি-মুরারই রাস্তার একটি পেট্রল পাম্পের কাছে নাকা চেকিং করে গাড়ি সহ তিনজনকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ এই সব সামগ্রী উদ্ধার করা হয়। (প্রতীকী ছবি)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এ টি এম হ্যাকারকে চারদিনের ট্রানজিট রিমান্ডে নিল মহারাষ্ট্র পুলিশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার মুরারই, ডিসেম্বর: খবর পেয়ে এটিএম হ্যাকিং  কাণ্ডের চাঁই সেখ আসলামকে  চারদিনের ট্রানজিট  রিমান্ডে  নিয়ে গেল মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার রাতেই এই কাণ্ডে মহারাষ্ট্র থানার পুলিশ মুরারই থানার সাথে যোগাযোগ করে। কারণ এই আসলাম মহারাষ্ট্রেও একইভাবে এটিএম হ্যাক  করে। এটিএম হ্যাকিং  ডিভাইসে আসলাম বিশেষভাবে প্রশিক্ষিত বলে পুলিশ জানতে পারে। মহারাষ্ট্রে নিয়ে গিয়ে তদন্ত চালাবে মহারাষ্ট্রের পুলিশ।

উল্লেখ্য, অভিযান চালিয়ে অত্যন্ত তৎপরতার সাহায্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে  সবমাল  ভিন রাজ্যের তিন এটিএম হ্যাকারকে ধরে বীরভূম জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানা এলাকায়। ধৃতদের নাম আসলাম, আজারুদ্দিন ও তাসাবার হোসেন। এদের সকলের তাদের বাড়ি হরিয়ানায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৪৬ হাজার ৯০০টাকা, এটিএম মেশিন খোলার তিনটে চাবি, বিভিন্ন ব্যাঙ্কের ১৫ টি এটিএম কার্ড ও ৫টি সিমকার্ড।

আরও পড়ুন: মাথার দাম ছিল ৬ কোটি, মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ মাও নেতা ভূপতির

 

আরও পড়ুন: সরকারের সমালোচনা করার অধিকার আছে নাগরিকের, পুলিশকে শিক্ষিত হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

পুলিশ সুত্রে খবর ডিসেম্বরের তিন তারিখ বিকালে একটি চারচাকা গাড়িতে করে এই তিনজন একটি এটিএমের টাকা বহনকারী সংস্থার গাড়িকে ফলো করছিল। হরিয়ানা রাজ্যের গাড়ি ফলো করায় গাড়ীতে থাকা কর্মীদের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মুরারই থানার পুলিশ নলহাটি-মুরারই রাস্তার একটি পেট্রল পাম্পের কাছে নাকা চেকিং করে গাড়ি সহ তিনজনকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ এই সব সামগ্রী উদ্ধার করা হয়। (প্রতীকী ছবি)