পুবের কলম ওয়েবডেস্ক: মোথাবাড়ি গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মালদা আরপিএফ এর একটি দল ৫১২টি টিয়া ও একটি ময়না পাখি উদ্ধার করে। ধরা পড়ে শেখ শহীদ নামের এক চোরাকারবারী। এদিন রাতে ডাউন যোগবানী কলকাতাগামী ট্রেন মালদা স্টেশনের ৮ নম্বর স্লিপার কোচে নজরদারি চালিয়ে পাখিগুলি উদ্ধার করে।
জানা গেছে– ধৃত যুবক কাটিহার থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিল। টিকিট বর্ধমান অধি কাটা ছিল। ট্রেনটি যখন ৩ নম্বর প্লাটফর্মে আসে তখন আরপিএফ কর্মীরা ৮ নম্বর স্লিপার কোচে উঠে তল্লাশি চালিয়ে টিয়া পাখির সমেত ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধার হওয়া পাখিগুলি সহ ধৃত ওই যুবককে রাতেই মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়। মালদা আরপিএফ এর ইন্সপেক্টর বলেন ওই যুবক পাচারকারীর কাজে যুক্ত। অন্যদিকে– মালদা ফরেষ্ট রেঞ্জ আধিকারিক সুজিত কুমার চ্যাটার্জি জানান– ধৃত যুবক পাখিগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা স্পষ্ট নয়। টিয়াপাখিগুলি সহ এক যুবককে দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতকে মালদা কোর্টে তোলা হয়।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৫০০ এর বেশি টিয়া উদ্ধার, গ্রেফতার এক চোরাকারবারী
-
সুস্মিতা - আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
- 22
ট্যাগ :
More than 500 Tia rescued
সর্বধিক পাঠিত



































