১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শতবর্ষের মাইলফলক ছু্ঁলেন মা হীরাবেন , পা ধুয়ে , ছবি শেয়ার করে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ  শতবর্ষের মাইলফলক  ছু্ঁলেন  মা হীরাবেন মোদি।  শনিবার  গান্ধি নগরের বাড়িতে  পৌঁছালেন পুত্র  নরেন্দ্র মোদি।  তখন তিনি  দেশের প্রধানমন্ত্রী  নন, নিছকই  হীরাবেনের জ্যেষ্ঠ পুত্র।  ধুইয়ে  দিলেন মা এর পা।  নত মস্তকে  মায়ের  ছুঁয়ে মাটিতে বসেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সবকটা ছবি শেয়ার করেছেন তিনি।

 

আরও পড়ুন: দানা বাঁধছে বিতর্ক: নেহেরু মিউজিয়াম নাম বদলে এবার পিএম মিউজিয়াম ঘোষণা মোদির

সেই সঙ্গে মায়ের আশীর্বাদও  নিলেন ।  । ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “মা,এই শব্দটার মধ্যে আমার এ বিশ্বের হাজারো আবেগ জড়িয়ে রয়েছে । আজ, ১৮ জুন আমার মা শততম বর্ষে পা দিলেন । এমন বিশেষ দিনে তাঁর প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি ।”

একই সঙ্গে একটি ব্লগ টুইটারে পোস্ট করেছেন আজ । সেখানেই তাঁর মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাকে নিয়ে তাঁর চিন্তা-ভাবনা তুলে ধরেছেন । একইসঙ্গে স্মৃতিচারণও করেছেন । প্রধানমন্ত্রী আরও লেখেন, তাঁর বাবা জীবিত থাকলে ২০২২ সালে গত সপ্তাহেই শতবর্ষে পা দিতেন । তাই এবছরটা তাঁর জীবনে খুবই স্পেশ্যাল ।

১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হীরাবেন মোদি  । বর্তমানে নরেন্দ্র মোদির  ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে গুজরাতের গান্ধিনগরে রায়সন গ্রামে থাকেন তিনি । প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মা বরাবরই চাকচিক্য, প্রচারের আলো থেকে দূরে থাকেন । এদিকে, মোদীর মায়ের নামে গান্ধীনগরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে । পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের দীর্ঘায়ু ও স্বাস্থ্য কামনা করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভাদনগরের হাটকেশ্বর মহাদেব মন্দিরে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শতবর্ষের মাইলফলক ছু্ঁলেন মা হীরাবেন , পা ধুয়ে , ছবি শেয়ার করে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  শতবর্ষের মাইলফলক  ছু্ঁলেন  মা হীরাবেন মোদি।  শনিবার  গান্ধি নগরের বাড়িতে  পৌঁছালেন পুত্র  নরেন্দ্র মোদি।  তখন তিনি  দেশের প্রধানমন্ত্রী  নন, নিছকই  হীরাবেনের জ্যেষ্ঠ পুত্র।  ধুইয়ে  দিলেন মা এর পা।  নত মস্তকে  মায়ের  ছুঁয়ে মাটিতে বসেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সবকটা ছবি শেয়ার করেছেন তিনি।

 

আরও পড়ুন: দানা বাঁধছে বিতর্ক: নেহেরু মিউজিয়াম নাম বদলে এবার পিএম মিউজিয়াম ঘোষণা মোদির

সেই সঙ্গে মায়ের আশীর্বাদও  নিলেন ।  । ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “মা,এই শব্দটার মধ্যে আমার এ বিশ্বের হাজারো আবেগ জড়িয়ে রয়েছে । আজ, ১৮ জুন আমার মা শততম বর্ষে পা দিলেন । এমন বিশেষ দিনে তাঁর প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি ।”

একই সঙ্গে একটি ব্লগ টুইটারে পোস্ট করেছেন আজ । সেখানেই তাঁর মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাকে নিয়ে তাঁর চিন্তা-ভাবনা তুলে ধরেছেন । একইসঙ্গে স্মৃতিচারণও করেছেন । প্রধানমন্ত্রী আরও লেখেন, তাঁর বাবা জীবিত থাকলে ২০২২ সালে গত সপ্তাহেই শতবর্ষে পা দিতেন । তাই এবছরটা তাঁর জীবনে খুবই স্পেশ্যাল ।

১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হীরাবেন মোদি  । বর্তমানে নরেন্দ্র মোদির  ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে গুজরাতের গান্ধিনগরে রায়সন গ্রামে থাকেন তিনি । প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মা বরাবরই চাকচিক্য, প্রচারের আলো থেকে দূরে থাকেন । এদিকে, মোদীর মায়ের নামে গান্ধীনগরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে । পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের দীর্ঘায়ু ও স্বাস্থ্য কামনা করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভাদনগরের হাটকেশ্বর মহাদেব মন্দিরে।