৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের নাম-বদল, মহারাষ্ট্রে দুটি সমুদ্র লিঙ্কের নাম সাভারকর ও অটল বিহারীর নামে!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 94

পুবের কলম, ওয়েবডেস্ক: আবার নাম-বদল। মহারাষ্ট্র সরকার বুধবার ইঙ্গিত দিয়েছে ভার্সোভা-বান্দ্রা সমুদ্র লিঙ্কের নাম হিন্দুত্ববাদী তাত্ত্বিক ভি ডি সাভারকরের নামে রাখা হবে।

শুধু তাই নয়, মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের (এমটিএইচএল) নাম রাখা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে।
মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সভাপতিত্বে এই রাজ্যের ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমটিএইচএলের নাম হবে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি শিবদি নব সেবা অটল সেতু।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

গত মাসে শিণ্ডে বলেছিলেন, ভার্সোভা-বান্দ্রা সমুদ্র লিঙ্কের নামকরণ হবে সাভারকরের নামে। ১৭ কিলোমিটার বিস্তৃত এই সমুদ্র লিঙ্ক আন্ধেরিকে যুক্ত করবে বান্দ্রা-ওরলির সমুদ্র লিঙ্কের সঙ্গে। উপকূলীয় সড়ক নির্মাণের যে প্রকল্প নিয়েছে এই রাজ্যের সরকার এই প্রকল্প তারই অংশ। এমটিএইচএল মুম্বইকে যুক্ত করবে নয়া মুম্বইয়ের সঙ্গে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের নাম-বদল, মহারাষ্ট্রে দুটি সমুদ্র লিঙ্কের নাম সাভারকর ও অটল বিহারীর নামে!

আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আবার নাম-বদল। মহারাষ্ট্র সরকার বুধবার ইঙ্গিত দিয়েছে ভার্সোভা-বান্দ্রা সমুদ্র লিঙ্কের নাম হিন্দুত্ববাদী তাত্ত্বিক ভি ডি সাভারকরের নামে রাখা হবে।

শুধু তাই নয়, মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের (এমটিএইচএল) নাম রাখা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে।
মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সভাপতিত্বে এই রাজ্যের ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমটিএইচএলের নাম হবে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি শিবদি নব সেবা অটল সেতু।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

গত মাসে শিণ্ডে বলেছিলেন, ভার্সোভা-বান্দ্রা সমুদ্র লিঙ্কের নামকরণ হবে সাভারকরের নামে। ১৭ কিলোমিটার বিস্তৃত এই সমুদ্র লিঙ্ক আন্ধেরিকে যুক্ত করবে বান্দ্রা-ওরলির সমুদ্র লিঙ্কের সঙ্গে। উপকূলীয় সড়ক নির্মাণের যে প্রকল্প নিয়েছে এই রাজ্যের সরকার এই প্রকল্প তারই অংশ। এমটিএইচএল মুম্বইকে যুক্ত করবে নয়া মুম্বইয়ের সঙ্গে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত