১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এক মাসে তিন আত্মহত্যা আইআইটি কানপুরে, এবার ঝাড়খণ্ডের প্রিয়ঙ্কা

সামিমা এহসানা
- আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 18
পুবের কলম ওয়েব ডেস্ক: গত ৩০ দিনে ৩ জন পড়ুয়ার মৃত্যু হল আইআইটি কানপুরে। বৃহস্পতিবার হস্টেলের একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খন্ডের বাসিন্দা প্রিয়ঙ্কা জয়সওয়ালের (২৯)। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিল সে। ফোন তুলছে না দেখে তার বাবা ফোন করে হস্টেলের ম্যানেজারকে। তারা গিয়ে প্রিয়ঙ্কার দেহ উদ্ধার করে।
গত একমাসে কিভাবে তিনজন পড়ুয়ার প্রাণ গেল এভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। গত ডিসেম্বরে একইভাবে মৃত্যু হয় পল্লবী চিল্কার। সে ও পিএইচডি করছিল। গত ১০ জানুয়ারি এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে।
প্রিয়ঙ্কা মাত্র ২০ দিন আগেই যোগ দিয়েছিল আইআইটি কানপুরে। কেন হটাৎ সে মৃত্যুর পথ বেছে নিল এই নিয়ে উঠছে প্রশ্ন।
Tag :
PhD student at IIT Kanpur dies 3rd incident in a month এক মাসে তিন আত্মহত্যা আইআইটি কানপুরে এবার ঝাড়খণ্ডের প্রিয়ঙ্কা