০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার বেলুড়ে হুক্কা বারে পুলিশের হানা, এক মহিলা সহ  গ্রেফতার সাত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 42

 

 

আরও পড়ুন: বেঙ্গালুরুর রেভ পার্টিতে অভিযান পুলিশের, আটক ১১৫ যুবক

 

আরও পড়ুন: সুন্দরবনের নদীপথে কয়লা পাচারে ধৃত সাত

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া: হাওড়ার বেলুড়ের একটি বেআইনি হুক্কা বারে অভিযান চালিয়ে এক মহিলা সহ ৭ জনকে গ্রেফতার  করল পুলিশ। বুধবার    সন্ধ্যায় হাওড়ার বেলুড় থানা এলাকায় পুলিশ ওই অভিযান চালায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেলুড় থানার পুলিশ বাহিনী ২৬৯, জি টি রোডের ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১ জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযোগ এরা “হুক্কা” বার চালাচ্ছিল। কোনও বৈধ নথি দেখাতেও এরা ব্যর্থ হয় বলে পুলিশের দাবি। বেলুড় থানার পুলিশ এই ঘটনায় একটি সুওমোটো মামলা রুজু করেছে। U/S 188/120B IPC r/w 20 (2) COTPA আইন, 2003 এর ধারায় মামলা শুরু হয়েছে। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বেআইনি হুক্কা বার চলছিল। গতকাল বেলুড় থানার পুলিশের একটি দল সেখানে হানা দেয়। হুক্কা বার চলাকালীন হাতেনাতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ দুপুরে হাওড়া জেলা আদালতে তোলা হয়।

 

 

এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার মহঃ জুনাইন (১৯), গোলাবাড়ি থানা এলাকার বেদান্ত পুরোহিত (২৪), কলকাতা ইকবালপুরের চন্দন কুমার সাউ (২৯), বেলুড়ের গিরিশ ঘোষ রোডের বিরাজ সিং (৩০), কলকাতা জোড়াসাঁকো এলাকার আমন কাপুর (২৬), কলকাতা সাউথ পোর্ট এলাকার অমিত কুমার দাস (২৭) এবং হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ঈশিকা সিং (২২)।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার বেলুড়ে হুক্কা বারে পুলিশের হানা, এক মহিলা সহ  গ্রেফতার সাত

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: বেঙ্গালুরুর রেভ পার্টিতে অভিযান পুলিশের, আটক ১১৫ যুবক

 

আরও পড়ুন: সুন্দরবনের নদীপথে কয়লা পাচারে ধৃত সাত

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া: হাওড়ার বেলুড়ের একটি বেআইনি হুক্কা বারে অভিযান চালিয়ে এক মহিলা সহ ৭ জনকে গ্রেফতার  করল পুলিশ। বুধবার    সন্ধ্যায় হাওড়ার বেলুড় থানা এলাকায় পুলিশ ওই অভিযান চালায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেলুড় থানার পুলিশ বাহিনী ২৬৯, জি টি রোডের ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১ জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযোগ এরা “হুক্কা” বার চালাচ্ছিল। কোনও বৈধ নথি দেখাতেও এরা ব্যর্থ হয় বলে পুলিশের দাবি। বেলুড় থানার পুলিশ এই ঘটনায় একটি সুওমোটো মামলা রুজু করেছে। U/S 188/120B IPC r/w 20 (2) COTPA আইন, 2003 এর ধারায় মামলা শুরু হয়েছে। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বেআইনি হুক্কা বার চলছিল। গতকাল বেলুড় থানার পুলিশের একটি দল সেখানে হানা দেয়। হুক্কা বার চলাকালীন হাতেনাতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ দুপুরে হাওড়া জেলা আদালতে তোলা হয়।

 

 

এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার মহঃ জুনাইন (১৯), গোলাবাড়ি থানা এলাকার বেদান্ত পুরোহিত (২৪), কলকাতা ইকবালপুরের চন্দন কুমার সাউ (২৯), বেলুড়ের গিরিশ ঘোষ রোডের বিরাজ সিং (৩০), কলকাতা জোড়াসাঁকো এলাকার আমন কাপুর (২৬), কলকাতা সাউথ পোর্ট এলাকার অমিত কুমার দাস (২৭) এবং হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ঈশিকা সিং (২২)।