০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রিয়াঙ্কা, রবার্ট সঙ্গে ছেলে রেহানও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 104

 

 

আরও পড়ুন: দেশকে একনায়কতন্ত্রে পরিণত করা হচ্ছে: ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে নিশানা প্রিয়াঙ্কার

 

আরও পড়ুন: ভাই ভীত নয়ঃ প্রিয়াঙ্কা

 

আরও পড়ুন: শ্রীনগরে প্রবল তুষারপাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, যোগ দিল না তৃণমূল কংগ্রেস সহ আরও দুই দল

পুবের কলম ওয়েবডেস্ক:  ভারতজোড়ো যাত্রা শুরর প্রায় আড়াইমাস পর তাতে পা মেলালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বৃহস্পতিবার প্রিয়াঙ্কার সঙ্গে যোগ দেন তাঁর স্বামী রবার্ট এবং ছেলে রেহান। তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে শুরু হয়েছে এই যাত্রা। প্রথম থেকেই এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন শীর্ষ কংগ্রেস নেতা তথা সাংসদ  রাহুল গান্ধি। একাধিক রাজ্য ঘুরে এই যাত্রা এখন পৌঁছেছে মধ্যপ্রদেশে।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশে এই ভারত জোড়ো যাত্রার দ্বিতীয়দিন। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার বরগাঁতে এই ভারতজোড়ো যাত্রায় সামিল হন প্রিয়াঙ্কা।

ভারতজোড়ো যাত্রায় বিভিন্ন পেশার মানুষ সামিল  হচ্ছেন। গুজরাতে যেমন পা মেলান নর্মদা বাঁচাও আন্দলনের অন্যতম মুখ মেধা পাটকর, অভিনেত্রী মুনুমুন সেনের কন্যা রিয়া, রাজস্থানের প্রাক্তন উপ  মুখ্যমন্ত্রী শচীন পাইলটও পা মিলিয়েছেন ভারতজোড়ো পদযাত্রায়। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে যাবে এই যাত্রা। মধ্যভারতের সাতটি জেলায় মোট ৩৮০ কিলোমিটার পথ পরিক্রমা করবে ভারতজোড়ো যাত্রা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রিয়াঙ্কা, রবার্ট সঙ্গে ছেলে রেহানও

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: দেশকে একনায়কতন্ত্রে পরিণত করা হচ্ছে: ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে নিশানা প্রিয়াঙ্কার

 

আরও পড়ুন: ভাই ভীত নয়ঃ প্রিয়াঙ্কা

 

আরও পড়ুন: শ্রীনগরে প্রবল তুষারপাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, যোগ দিল না তৃণমূল কংগ্রেস সহ আরও দুই দল

পুবের কলম ওয়েবডেস্ক:  ভারতজোড়ো যাত্রা শুরর প্রায় আড়াইমাস পর তাতে পা মেলালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বৃহস্পতিবার প্রিয়াঙ্কার সঙ্গে যোগ দেন তাঁর স্বামী রবার্ট এবং ছেলে রেহান। তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে শুরু হয়েছে এই যাত্রা। প্রথম থেকেই এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন শীর্ষ কংগ্রেস নেতা তথা সাংসদ  রাহুল গান্ধি। একাধিক রাজ্য ঘুরে এই যাত্রা এখন পৌঁছেছে মধ্যপ্রদেশে।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশে এই ভারত জোড়ো যাত্রার দ্বিতীয়দিন। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার বরগাঁতে এই ভারতজোড়ো যাত্রায় সামিল হন প্রিয়াঙ্কা।

ভারতজোড়ো যাত্রায় বিভিন্ন পেশার মানুষ সামিল  হচ্ছেন। গুজরাতে যেমন পা মেলান নর্মদা বাঁচাও আন্দলনের অন্যতম মুখ মেধা পাটকর, অভিনেত্রী মুনুমুন সেনের কন্যা রিয়া, রাজস্থানের প্রাক্তন উপ  মুখ্যমন্ত্রী শচীন পাইলটও পা মিলিয়েছেন ভারতজোড়ো পদযাত্রায়। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে যাবে এই যাত্রা। মধ্যভারতের সাতটি জেলায় মোট ৩৮০ কিলোমিটার পথ পরিক্রমা করবে ভারতজোড়ো যাত্রা।