২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভের জেরে অচলাবস্থা R G KAR-এ, রাতভর ঘেরাও অধ্যক্ষ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ অক্টোবর ২০২১, শনিবার
  • / 65

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জট কাটছে না আর জি কর মেডিকেল কলেজের।  ছাত্র বিক্ষোভের জেরে  রাতভর  অধ্যক্ষকে ঘেরাও  করে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন মেডিকেল ছাত্ররা।  শেষ  পর্যন্ত  রাত সাড়ে  তিনটে নাগাদ  ঘেরাও মুক্ত  হন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভের জেরে অচলাবস্থা R G KAR-এ, রাতভর ঘেরাও অধ্যক্ষ

সমস্যা মেটাতে রাতেই  বসে বৈঠক  প্রায়  তিন ঘন্টা  বৈঠক  চললেও মেলেনি  সমাধান সূত্র। শুক্রবার  মধ্যরাতে রোগী  কল্যাণ সমিতির  চেয়ারম্যান  সুদীপ্ত  রায়ের  উপস্থিতিতে অধ্যক্ষ এবং পড়ুয়াদের সঙ্গে  শুরু  হয় বৈঠক। রাত আড়াইটে নাগাদ  বেরিয়ে  যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়।  তবে দাবি  দাওয়া  না  মেটায় পড়ুয়ারা ফের অবস্থান বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি  ঘেরাও  করা হয়  অধ্যক্ষকে।

অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্বৈরাচারী মনোভাব, হস্টেল সমস্যা, চিকিৎসক পড়ুয়াদের হেপাটাইটিস বি টিকাকরণ না হ‌ওয়া, কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ একাধিক  ইস্যুতে সরব হয়েছেন আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভের জেরে অচলাবস্থা R G KAR-এ, রাতভর ঘেরাও অধ্যক্ষ

আপডেট : ২ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জট কাটছে না আর জি কর মেডিকেল কলেজের।  ছাত্র বিক্ষোভের জেরে  রাতভর  অধ্যক্ষকে ঘেরাও  করে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন মেডিকেল ছাত্ররা।  শেষ  পর্যন্ত  রাত সাড়ে  তিনটে নাগাদ  ঘেরাও মুক্ত  হন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

মেডিকেল পড়ুয়াদের বিক্ষোভের জেরে অচলাবস্থা R G KAR-এ, রাতভর ঘেরাও অধ্যক্ষ

সমস্যা মেটাতে রাতেই  বসে বৈঠক  প্রায়  তিন ঘন্টা  বৈঠক  চললেও মেলেনি  সমাধান সূত্র। শুক্রবার  মধ্যরাতে রোগী  কল্যাণ সমিতির  চেয়ারম্যান  সুদীপ্ত  রায়ের  উপস্থিতিতে অধ্যক্ষ এবং পড়ুয়াদের সঙ্গে  শুরু  হয় বৈঠক। রাত আড়াইটে নাগাদ  বেরিয়ে  যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়।  তবে দাবি  দাওয়া  না  মেটায় পড়ুয়ারা ফের অবস্থান বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি  ঘেরাও  করা হয়  অধ্যক্ষকে।

অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্বৈরাচারী মনোভাব, হস্টেল সমস্যা, চিকিৎসক পড়ুয়াদের হেপাটাইটিস বি টিকাকরণ না হ‌ওয়া, কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ একাধিক  ইস্যুতে সরব হয়েছেন আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়া।