ইন্তেকাল করলেন ক্বারী মুহাম্মদ নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি)

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 27
পুবের কলম,ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব (ইন্না লিল্লাহি…)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২। দাদপুর রেইজিনগর থানা মুর্শিদাবাদের বাসিন্দা তিনি। জানা গেছে, দীর্ঘ ১ মাস ধরে ডেঙ্গি জ্বরে ভুগছিলেন ক্বারী সাহেব। এছাড়া বার্ধক্যজনিত বহু রোগ তো ছিলই। জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে ভর্তি ছিলেন বহরমপুর মেডিক্যাল হাসপাতালে। দীর্ঘ চিকিৎসার মধ্যে থাকলেও, শেষরক্ষা হয়নি। অবশেষে রবিবার বিকেল ৪ টে ২০ নাগাদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। সোমবার জোহরবাদ তাঁর জানাজা ও দাফনকাজ সম্পন্ন হবে বলেই জানা যাচ্ছে।
মরহুমের এক আত্মীয় পুবের কলমকে জানন, ১ মাস আগেও সুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যা থাকলেও সেটা চোখে পড়ার মত ছিল না। কারণ, অসুস্থ হওয়ার ১ মাস আগেও তিনি নদিয়া জেলার জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম শেওড়াতলাতে শিক্ষাকতা করেছেন। সেখানে থাকাকালীন হঠাৎ জ্বরে পড়েন ক্বারী সাহেব। নিয়ে আসা হয় জন্মস্থান মুর্শিদাবাদে । ভর্তি হন বহরমপুর মেডিক্যালে। ১ মাস চিকিৎসাধীন ছিলেন। ১০ মাস আগে স্ত্রীকে হারিয়েছিলেন নজরুল ইসলাম সাহেব । মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
জীবনের ৪০ বছর তিনি মেটিয়াব্রুজ পাঁচপাড়া কুরআনিয়া মাদ্রাসাতে শিক্ষাকতা করেছেন। সেখান থেকেই নদিয়া জেলার জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম শেওড়াতলাতে আসেন। মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব একাধারে যেমন ক্বারী ছিলেন, একইভাবে আন্তর্জাতিক স্তরে মাওলানা, সুফি ও পীরে কামেল হিসবেও পরিচিত ছিল তাঁর। এদিকে ক্বারী সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাজ্যের বহু ধর্মীয় ব্যক্তিবর্গ। তাঁর জানাজায় শামিল হতে শয়ে শয়ে মানুষ ইতিমধ্যেই তাঁর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুধু ধর্মীয় দিক না রাজনৈতিক দিক থেকেও বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন তিনি। করেছেন অন্যায়ের প্রতিবাদ। মরহুম ইদ্রিশ আলি, হান্নান মোল্লার সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ক্বারী সাহেবের।
ক্বারী মুহাম্মদ নজরুল ইসলাম সাহেবের ইন্তেকালে বিশ্ব আলেম সমাজ একজন বিদগ্ধ আলেমে দ্বীন ও মানুষ গড়ার কারিগরকে হারালো বলেই মনে করছেন একাংশ। তাঁর ইন্তেকালের পর মরহুমের নানা কৃতিত্ব ও অবদান স্মরণ করে মুর্শিদাবাদের মসজিদে মসজিদে রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দোয়া প্রার্থনা করছেন অনেকে বলেই খবর