কাতার বিশ্বকাপে আয় ৪৮ হাজার কোটি!

- আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার
- / 20
পুবের কলম ওয়েব ডেস্কঃ চলতি বছরের ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ফিফার অনুমান অনুযায়ী কাতার বিশ্বকাপ থেকে সবমিলিয়ে রাজস্ব আদায় হবে প্রায় ৪৮ হাজার কোটি টাকা। ওই সময় বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের থাকা ও ভালোভাবে খেলা উপভোগের ব্যাপারে তৎপর থাকার কথা জানান টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের। বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য তুমুল চাহিদা ছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে নাসের আল খাতের বলেন, ‘ফিফার অনুমান ২০২২ সালের বিশ্বকাপ থেকে আয় হবে ৬ বিলিয়ন ডলার। বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেন সোমবারের পরিবর্তে রবিবার করা হয়।’
উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ দেশের সাপ্তাহিক ছুটির দিন রবিবার হওয়ায় কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।