০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের সুদ বাড়াল আরবিআই, মুদ্রাস্ফিতী চিন্তার বিষয় বললেন গভর্নর

ইমামা খাতুন
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 104

COLLECTED PIC

পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার দেশের মুদ্রাস্ফিতীকে নিয়ন্ত্রণে আনতে ৩৫ বেসিক পয়েন্ট রেপো রেট বাড়ালেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। এর ফলে রেপোরেট বেড়ে দাঁড়াল ৬.২৪ শতাংশ। রেপো রেট বলা হয় সেই সুদের হারকে যে হারে ব্যাঙ্কগুলি ঋণ নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে। গত ১১ মাস ধরে দেশের মুদ্রাস্ফিতীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্র্থ আরবিআই। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার সুদের হার বাড়ালো আরবিআই।

 

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

এদিন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস বলেন, বিশ্বে ভৌগলিক রাজনৈতিক উত্তেজনা, বিশ্বের অর্থনীতিতে মন্দা এবং দেশের কঠিন আর্থিক পরিস্থিতির কারণে ভারতের ২০২২-২৩ অর্থ বছরে আর্থিক বিকাশ বা জিডিপির হার ৬.৮ শতাংশে থাকার সম্ভাবনা রয়েছে। আরবিআই গভর্নর বলেন, আমাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হল দেশের বর্দ্ধিত মুদ্রাস্ফিতী। অথ ভারতের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল

 

আরও পড়ুন: ৫০০ টাকার নোট ছাপা বন্ধের ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের

বিশ্বের আর্থিক চ্যালেঞ্জের সামনেও আমাদের অর্থনীতি অনেকটাই স্থিতিশীল কারণ আমাদের সামাজিক অর্থনীতির পরিকাঠামো মজবুত। আমরা আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের শহরে এবং গ্রামে চাহিদা বেড়েছে। উৎপাদন শিল্পে বৃদ্ধি ঘটেছে। এদিনের রেপোরেট বৃদ্ধির ফলে ব্যাঙ্কের সুদ বাড়ার ফলে বাড়বে ইএমআইও। তবে ব্যাঙ্ক ভোক্তাদের জমারাশির উপর সুদ বাড়বে ফলে লাভবান হবেন বয়স্করা যারা ব্যাঙ্কের সুদ নিয়ে সংসার চালান।

 

তবে মুদ্রাস্ফিতীর ফলে জমা রাশিতে ক্ষুদ্রবৃদ্ধি কতটা লাভজনক হবে মানুষের জন্য তা নিয়ে সন্দেহে রয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্যে অবনমন মুদ্রাস্ফিতীর সমস্যাকে আরও জটিল করে তুলেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের সুদ বাড়াল আরবিআই, মুদ্রাস্ফিতী চিন্তার বিষয় বললেন গভর্নর

আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার দেশের মুদ্রাস্ফিতীকে নিয়ন্ত্রণে আনতে ৩৫ বেসিক পয়েন্ট রেপো রেট বাড়ালেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। এর ফলে রেপোরেট বেড়ে দাঁড়াল ৬.২৪ শতাংশ। রেপো রেট বলা হয় সেই সুদের হারকে যে হারে ব্যাঙ্কগুলি ঋণ নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে। গত ১১ মাস ধরে দেশের মুদ্রাস্ফিতীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্র্থ আরবিআই। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার সুদের হার বাড়ালো আরবিআই।

 

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

এদিন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস বলেন, বিশ্বে ভৌগলিক রাজনৈতিক উত্তেজনা, বিশ্বের অর্থনীতিতে মন্দা এবং দেশের কঠিন আর্থিক পরিস্থিতির কারণে ভারতের ২০২২-২৩ অর্থ বছরে আর্থিক বিকাশ বা জিডিপির হার ৬.৮ শতাংশে থাকার সম্ভাবনা রয়েছে। আরবিআই গভর্নর বলেন, আমাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হল দেশের বর্দ্ধিত মুদ্রাস্ফিতী। অথ ভারতের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল

 

আরও পড়ুন: ৫০০ টাকার নোট ছাপা বন্ধের ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের

বিশ্বের আর্থিক চ্যালেঞ্জের সামনেও আমাদের অর্থনীতি অনেকটাই স্থিতিশীল কারণ আমাদের সামাজিক অর্থনীতির পরিকাঠামো মজবুত। আমরা আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের শহরে এবং গ্রামে চাহিদা বেড়েছে। উৎপাদন শিল্পে বৃদ্ধি ঘটেছে। এদিনের রেপোরেট বৃদ্ধির ফলে ব্যাঙ্কের সুদ বাড়ার ফলে বাড়বে ইএমআইও। তবে ব্যাঙ্ক ভোক্তাদের জমারাশির উপর সুদ বাড়বে ফলে লাভবান হবেন বয়স্করা যারা ব্যাঙ্কের সুদ নিয়ে সংসার চালান।

 

তবে মুদ্রাস্ফিতীর ফলে জমা রাশিতে ক্ষুদ্রবৃদ্ধি কতটা লাভজনক হবে মানুষের জন্য তা নিয়ে সন্দেহে রয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্যে অবনমন মুদ্রাস্ফিতীর সমস্যাকে আরও জটিল করে তুলেছে।