ধ্বংসস্তুপে পরিণত গাজা, ধ্বংসাবশেষ সরাতে লাগতে পারে ১৪ বছর: রাষ্ট্রসংঘ

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। প্রায় সাত মাস ধরে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এই হামলায় গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। আর এসব ধ্বংসস্তূপ সরাতে প্রায় ১৪ বছর সময় লাগতে পারে বলে জানাল রাষ্ট্রসংঘ। শুক্রবার (২৬ এপ্রিল) জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (UNMAS) সিনিয়র আধিকারিক পেহর লোধাম্মার বলেন, “যুদ্ধের কারণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে আছে।”
গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের কর্তার কথায়, “ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ ও পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১০০টি ট্রাক ব্যবহার করেও এসব পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে।”
এদিকে, গত ছ’মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইহুদিবাদীদের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় সাত মাস ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে নারী ও শিশুর নিহত ও আহত সবচেয়ে বেশি।