০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ

অনির্বাণ ব্যানার্জী, বহরু: মেয়েদের আত্মরক্ষার দিকে নজর দিতে ক্যারাটে প্রশিক্ষণ হয়ে গেল রবিবার। আলোর দিশারী সংস্থার উদ্যোগে এদিন জয়নগর থানার বহড়ু গালর্স হাইস্কুলে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয় পড়ুয়াদের। আর এই উপলক্ষে এদিন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার এস আই রাজু গুপ্তা, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, শিহান সমীর সরদার সহ আরো অনেকে। এদিন জয়নগর থানার এস আই রাজু গুপ্তা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ক্যারাটে প্রশিক্ষনের প্রয়োজনীতার কথা তুলে ধরেন। নিজেদের আত্মরক্ষার জন্য মেয়েদের  ক্যারাটে শেখা দরকার। যাতে রাস্তায় কোনো বিপদে পড়লে তাঁরা ক্যারাটের মাধ্যমে নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারেন। এদিন শিহান সমীর সরদার আত্মরক্ষার বিভিন্ন ধরনের কৌশল ছাএীদেরকে শেখান। আর এদিনের প্রশিক্ষনে এসে খুশি স্কুল ছাএীরা।

 

ইতিমধ্যেই আলোর দিশারীর উদ্যোগে জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস ও মজিলপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে আত্মরক্ষার এই প্রশিক্ষণ চলছে। আগামী দিনে দক্ষিন বারাশত, গোচরন, বারুইপুর সহ একাধিক এলাকায় আত্মরক্ষার উপর ক্যারাটের প্রশিক্ষন করা হবে জানান শিহান সমীর সরদার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেয়েদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ

আপডেট : ২০ অগাস্ট ২০২৩, রবিবার

অনির্বাণ ব্যানার্জী, বহরু: মেয়েদের আত্মরক্ষার দিকে নজর দিতে ক্যারাটে প্রশিক্ষণ হয়ে গেল রবিবার। আলোর দিশারী সংস্থার উদ্যোগে এদিন জয়নগর থানার বহড়ু গালর্স হাইস্কুলে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয় পড়ুয়াদের। আর এই উপলক্ষে এদিন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার এস আই রাজু গুপ্তা, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, শিহান সমীর সরদার সহ আরো অনেকে। এদিন জয়নগর থানার এস আই রাজু গুপ্তা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ক্যারাটে প্রশিক্ষনের প্রয়োজনীতার কথা তুলে ধরেন। নিজেদের আত্মরক্ষার জন্য মেয়েদের  ক্যারাটে শেখা দরকার। যাতে রাস্তায় কোনো বিপদে পড়লে তাঁরা ক্যারাটের মাধ্যমে নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারেন। এদিন শিহান সমীর সরদার আত্মরক্ষার বিভিন্ন ধরনের কৌশল ছাএীদেরকে শেখান। আর এদিনের প্রশিক্ষনে এসে খুশি স্কুল ছাএীরা।

 

ইতিমধ্যেই আলোর দিশারীর উদ্যোগে জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস ও মজিলপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে আত্মরক্ষার এই প্রশিক্ষণ চলছে। আগামী দিনে দক্ষিন বারাশত, গোচরন, বারুইপুর সহ একাধিক এলাকায় আত্মরক্ষার উপর ক্যারাটের প্রশিক্ষন করা হবে জানান শিহান সমীর সরদার।